Accident: ঠাকুর দেখে ফেরার পথে হুল্লোড়ে মেতেছিল ওঁরা, ১ সেকেন্ডে সব শেষ...! উমা বিদায়ের আগেই কান্নায় ভাঙল ইসলামপুর

Last Updated:

Durga Puja 2024 Accident: দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত তিন, গুরুতর জখম আরও তিন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায়।

মর্মান্তিক পথদুর্ঘটনা। প্রতীকী ছবি।
মর্মান্তিক পথদুর্ঘটনা। প্রতীকী ছবি।
ইসলামপুর: দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত তিন, গুরুতর জখম আরও তিন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃত তিনজন ইসলামপুর ও চোপড়া থানা এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার তিন যুবক চোপড়া এলাকায় ঠাকুর দেখতে গিয়েছিলেন। চোপড়ার শীতলাগাঁও এলাকার বাসিন্দা তাঁরা। পুজো দেখে বাড়ি ফেরার পথে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর ভাবে জখম হয় দুটি বাইকে থাকা ছ’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
পুলিশ এবং স্থানীয়রা জখম আরোহীদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাঁদের সময় নষ্ট না করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। কীভাবে এই সাঙ্ঘাতিক দুর্ঘটনা ঘটল? তাঁরা মদ্যপ ছিলেন কিনা দুর্ঘটনার সময়? এসবই খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ঠাকুর দেখে ফেরার পথে হুল্লোড়ে মেতেছিল ওঁরা, ১ সেকেন্ডে সব শেষ...! উমা বিদায়ের আগেই কান্নায় ভাঙল ইসলামপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement