Durga Puja 2024: পুজোর ছুটিতে ঘুরে আসুন এই নিরিবিলি রাজবাড়ি থেকে! শামিল হন বাড়ির পুজোতে

Last Updated:

Durga Puja 2024: একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল। আজ নেই কোনও রাজত্ব কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার। শুশুনিয়া পাহাড়ে মানুষের আনাগোনা লেগে থাকলেও কিছুটা উপেক্ষিত থেকে যায় এই রাজবাড়ি। যেন অনেকে জানেনই না এই রাজবাড়ির কথা।

+
ছাতনা

ছাতনা রাজবাড়ী

বাঁকুড়া: একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল। আজ নেই কোনও রাজত্ব কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার। শুশুনিয়া পাহাড়ে মানুষের আনাগোনা লেগে থাকলেও কিছুটা উপেক্ষিত থেকে যায় এই রাজবাড়ি। যেন অনেকে জানেনই না এই রাজবাড়ির কথা। তবে পুজো আসছে। প্রস্তুত হচ্ছে রাজবাড়ির ৫৫০ বছরের পুজো। মানুষের হাতে ছুটিও মিলছে। ফলেই একদম মিস না করে ঘুরে দেখুন সামন্তভূমের এক টুকরো ইতিহাস।
আরও পড়ুনঃ চোখের পলকে মাটির তলায় চলে গেল আস্ত কুয়ো! খনি অঞ্চলে ধসের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে
কোন এক পড়ন্ত বিকেলে যদি আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে তবে মন চায় কোথাও নিরিবিলিতে একটু সময় কাটাতে। এমন একটা জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে নেই শহরের কোলাহল। গাছ গাছালিতে ভরা, শান্তির শীতলতায় যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এমন এক স্থানে যেতে মন টানে অনেকেরই। বড় বড় গগনচুম্বি গাছ দিয়ে ঘেরা যদি একটি পুরোনো ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রাজবাড়ি থাকে তাহলে সেই জায়গা হয়ে ওঠে অনেকটা বেশি রোমান্টিক। আকাশে যখন জমেছে কালো মেঘ তখন একবার শুকনো পাতার মর্মর পেরিয়ে ঘুরে আসতে পারেন স্মৃতি বিজড়িত ছাতনার রাজবাড়ি এবং বাসুলি মন্দির। মনে হবে যেন অন্য একটা জগতে প্রবেশ করেছেন। মনে হবে যেন পৌঁছে গেছেন অষ্টাদশ শতকে। বর্তমানে এই মন্দির এবং রাজবাড়ির পরিচর্যা করে চলেছেন স্বয়ং রাজ পরিবার।
advertisement
ছাতনা রাজবাড়ির বর্তমান রাজা প্রদীপ সিংহ দেও এর কাছে। রাজপাট না থাকলেও, এদিন তিনিই সুন্দর করে বলে দিলেন সমস্ত ইতিহাস। বলে দিলেন সামন্ত ভুম ছাতনার সঙ্গে কুলদেবী মা বাসুলীর গভীর সম্পর্ক। বর্তমান রাজার মুখেই জানা গেল ঠিক কিভাবে সামন্ত ভুম ছাতনা এবং মল্লভূম বিষ্ণুপুরের মধ্যে এক বিবাদের জেরে শুরু হয়েছিল ৬০০ বছরের প্রাচীন ছাতনা রাজবাড়ির দুর্গাপুজো।
advertisement
advertisement
প্রদীপ সিংহ দেও জানান ছাতনার ভূমিপুত্র চারণ কবি বড়ু চন্ডীদাসকে কেন্দ্র করে চরম বিবাদ সৃষ্টি হয় বিষ্ণুপুর এবং সামন্ত ভুম ছাতনার মধ্যে। তারপর এই দৈব বিবাদ মেটাতে সন্ধি হয়। কথিত আছে সন্ধিতে উল্লেখ করা ছিল সামন্তভূমের কুলদেবী মা বাসুলি পুজিত হবেন বিষ্ণুপুরে এবং মল্লভূমের মা মৃন্ময়ীর আরাধনা হবে সামন্ত ভুম ছাতনায়। তখন থেকেই শুরু ছাতনা রাজবাড়ির বিষ্ণুপুরি আদলে দুর্গোৎসব।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পুজোর ছুটিতে ঘুরে আসুন এই নিরিবিলি রাজবাড়ি থেকে! শামিল হন বাড়ির পুজোতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement