Durga Puja 2024: পুজো মণ্ডপের সেলফি জোনেই আসল মজা! কী হচ্ছে সেখানে? জানলে চমকে যাবেন
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Durga Puja 2024: ' আমার দুর্গা ' ভাবনায় পুজো মণ্ডপ গড়ে উঠেছে গ্রামীণ হাওড়ায়, সাজে নারীদের মধ্যে রয়েছে অদৃশ্য বেড়াজাল সেই বিষয়কে সামনে রেখে মণ্ডপ হাওড়ায়।
হাওড়া: ‘ আমার দুর্গা ‘ ভাবনায় পুজো মণ্ডপ গড়ে উঠেছে গ্রামীণ হাওড়ায়! থিম পুজোয় মেতেছে মানুষ। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের পুজো মণ্ডপে নানা থিম। গত কয়েক বছরে গ্রামের পুজো মণ্ডপে থিমের সাজ দারুন ভাবে লক্ষ্য করা যাচ্ছে। গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে বেশ আকর্ষণীয় সাজে পুজো মণ্ডপ। আমতা উদোং গ্রামে ১৭ টি দুর্গা পুজোর আয়োজন হয়। এর মধ্যে এবার আকর্ষণীয় থিম গড়ে তুলেছে উদং বারোয়ারি দুর্গোৎসব। এখানে প্রতিবছর কয়েক মাস আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে গ্রামের মানুষ। এবার প্রায় দু’মাস আগে থেকে মণ্ডপ সজ্জার কাজে হাত লাগায়।
এবারের মণ্ডপ সেজে উঠেছে সমাজে নারী জাতির অবস্থানকে সামনে রেখে। মণ্ডপে পাটকাঠির বিভিন্ন কারুকার্য, নানা মডেল ও ছবি। মণ্ডপের সামনেই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। একই সঙ্গে এ সমাজে লড়াকু দুর্গার নানা ছবি। মণ্ডপে প্রবেশ করলে দেবী দুর্গার দর্শন পাট কাঠের সুক্ষ বেড়াজাল ভেদ করে। ঠিক তার উল্টোদিকে তাকালে, চোখে পড়বে সমাজ ও সংসার রক্ষাকারি একজন মহিলা সে নিজেই দশভূজা। মণ্ডপের দুই ধারের দেওয়ালে নানা ছবি। একাধারে রয়েছে সমাজে মহিলাদের সফলতা এবং অন্য দিকে নির্যাতন ও অবহেলিত শিশু শ্রমের মতো নানা ছবি। এই দুই ধরনের ছবির মাঝে রয়েছে পাঠ কাঠির বেড়া। এই সময়ের সমাজে মহিলাদের জীবনেও যে অদৃশ্য বেড়াজাল রয়ে গেছে তা বোঝাতেই এই ভাবনা।
advertisement
advertisement
এই সমাজের এক প্রান্তে নারী মহাকাশ যানের অভিযাত্রী, নারী বিশ্বজয়ী জয় করছে, দেশ রক্ষায় অস্ত্র তুলে নিচ্ছেন সফলতা বা সমাজের অবস্থানের বিচারে কোনও অংশে পুরুষদের থেকে কম নয় মহিলা। তবে এই বর্তমান সময়ও অসহায় নিরাপদ এবং অস্বস্তিতে রয়েছেন একজন মহিলা। এ সমাজে আজও নারী জীবনে রয়ে গেছে অদৃশ্য বেড়াজাল। যে বেড়াজাল প্রতিপদে প্রতিক্ষণে মহিলাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়কে সামনে রেখে এবার পুজো মণ্ডপে থিম ভাবনা। এই মণ্ডপ সজ্জা একটু একটু করে সাজিয়ে তুলেছে গ্রামের ছেলে মেয়েরা।
advertisement
পুজো উদ্যোক্তাদের কথায়, বর্তমান সময়ে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে মহিলারা। সেই সফলতা সমাজের সমস্ত মহিলার জীবন ছুঁতে পারেনি। দারুণভাবে এই সমস্যা গ্রাস করে রয়েছে প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবন।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2024 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পুজো মণ্ডপের সেলফি জোনেই আসল মজা! কী হচ্ছে সেখানে? জানলে চমকে যাবেন









