Durga Pujo 2023 : সব জেলায় একটা! কিন্তু এবার পশ্চিম বর্ধমানে হবে ২টো পুজো কার্নিভাল
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: বৈঠকে ঠিক করা হয়েছে, আগামী ২৬ অক্টোবর আসানসোলে হবে পুজোর কার্নিভাল। আসানসোল কফি হাউসের সামনে থেকে কার্নিভাল শুরু হবে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। পশ্চিম বর্ধমান জেলায় ৩০ টির বেশি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই শুরু হয়ে গেল পুজো কার্নিভালের প্রস্তুতি। এসবের মধ্যে সব থেকে বড় সুখবর, এবার জেলায় হতে চলেছে দু – দুটি পুজো কার্নিভাল। যেখানে অন্যান্য জেলায় একটি করে পুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে, সেখানে পশ্চিম বর্ধমান জেলায় হবে দুটি পুজো কার্নিভাল।
উল্লেখ্য, গত বছর থেকেই প্রতিটি জেলায় শুরু হয়েছে পুজো কার্নিভাল। যেখানে জেলার সেরা পুজোগুলি অংশগ্রহণ করেছিল। গত বছর পশ্চিম বর্ধমান জেলায় পুজো কার্নিভাল হয়েছিল দুর্গাপুরে। সেখানে শহরের একাধিক বড় বড় পুজো কমিটিগুলি অংশগ্রহণ করেছিল। কার্নিভাল দেখার জন্য উপচে পড়েছিল মানুষের ভিড়। তবে দুর্গাপুর ছাড়াও জেলার একাধিক জায়গায় বড় বড় পুজো হয়। যার মধ্যে আসানসোল অন্যতম। আসানসলে বেশ কিছু বড় পুজো রয়েছে। তাই আসানসোলেও পুজো কার্নিভালের দাবি উঠেছিল। আর সেই দাবি পূরণ হয়ে যাচ্ছে চলতি বছরে।
advertisement
advertisement
সম্প্রতি, আসানসোলে পুজো কার্নিভালের আয়োজন নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে হয়েছে বৈঠক। যেখানে জেলা শাসক, পুলিশ কমিশনার সহ সমস্ত বিধায়করা হাজির হয়েছিলেন। বৈঠকে ঠিক করা হয়েছে, আগামী ২৬ অক্টোবর আসানসোলে হবে পুজোর কার্নিভাল। আসানসোল কফি হাউসের সামনে থেকে কার্নিভাল শুরু হবে। তবে এখনও পর্যন্ত দুর্গাপুরে কবে পুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে, তা নিশ্চিত করেনি জেলা প্রশাসন। কিন্তু একই জেলায় দু – দুটি পুজো কার্নিভাল হতে চলায়, ব্যাপক খুশি মানুষজন।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 10:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Pujo 2023 : সব জেলায় একটা! কিন্তু এবার পশ্চিম বর্ধমানে হবে ২টো পুজো কার্নিভাল