Durga Puja 2023: শিল্পী সঞ্জীব চন্দ্রের হাতে তৈরি কুড়ি ইঞ্চির দুর্গা পাড়ি দিচ্ছে দুবাই
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
উমা পাড়ি দিচ্ছে বিদেশে! পুজো আর মাত্র হাতে গনা কয়েকটা দিনের অপেক্ষা এর মাঝেই হাওড়ার উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে শিল্পী সঞ্জীব চন্দ্রের হাতে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে দুবাই
হাওড়া: উমা পাড়ি দিচ্ছে বিদেশে! পুজো আর মাত্র হাতে গনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মত সাদা মেঘ। শরৎ-এর শিউলির গন্ধ জানান দিচ্ছে উমার আগমনী। বেজেছে পুজোর বাদ্দি। বাংলা জুড়ে সর্বত্র চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। মৃৎ শিল্পালয়ে শিল্পীদের চরম ব্যস্ততা। মণ্ডপে সাজেও ব্যস্ততা, হাতে মাত্র কয়েকটা দিন। এর মাঝেই উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে উমার বিদেশ যাত্রা। শিল্পী সঞ্জীব চন্দ্রের হাতে তৈরি ২০ ইঞ্চির দুর্গা মুর্তি পাড়ি দিতে চলেছে সুদূর দুবাই।
শিল্পীর অসামান্য শৈল্পিক দক্ষতায় সৌখিন কারুকার্যে দুর্গা মূর্তিটি তৈরি হয়। জানা যায়, প্রায় ২০-২৫ দিনের চেষ্টায় শিল্পী সঞ্জীব চন্দ্র দুর্গা মূর্তিটি তৈরি করেছেন। ক্ষুদ্র হলেও কোন অংশে কম নেই বৃহৎকার প্রতিমার চেয়ে। কোনরকম ছাঁচ ছাড়াই সম্পূর্ণ শিল্পীর নিপুন দক্ষতায় তৈরি দুর্গা মূর্তি। কুড়ি ইঞ্চির এই মূর্তি ছাড়াও শিল্পী সঞ্জীব চন্দ্র তৈরি করছেন আরও একটি ছোট দুর্গা মূর্তি। সেই মূর্তিও পাড়ি দেবে বিদেশে। এর আগে একটি পাঁচ ফুটের ফাইবার এটা তৈরি কালী মূর্তি বিদেশ পৌঁছেছে এবার।
advertisement
advertisement
বিগত কয়েক বছর ধরে সঞ্জীব বাবুর হাতে তৈরি মূর্তি বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে। নেদারল্যান্ড, আমেরিকা, জার্মান, অস্ট্রেলিয়া এবার দুবাই। এ প্রসঙ্গে শিল্পী সঞ্জীব চন্দ্র জানান, ‘শৈশব থেকে ঠাকুর গড়ার কাজে হাতে খড়ি। গত প্রায় চার বছর তৈরি মূর্তি বিদেশে পাড়ি দিচ্ছে। প্রতিমা তৈরি থেকে প্রতিমার সাজ সরঞ্জাম এবং হাতের অস্ত্র সমস্ত কিছু শিল্পীর নিজের হাতে তৈরি।’
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 11:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: শিল্পী সঞ্জীব চন্দ্রের হাতে তৈরি কুড়ি ইঞ্চির দুর্গা পাড়ি দিচ্ছে দুবাই