Durga Puja 2022: চকদিঘি জমিদার বাড়িতে পুজোয় আসতেন বিদ্যাসাগর 

Last Updated:

এই বাড়িতে এক সময় সিনেমার শ্যুটিং হয়েছে নিয়মিত। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায় এখানে থেকে তাঁর চলচ্চিত্রের শ্যুটিং করেছেন। সংস্কারের অভাবে বয়সের ছাপ স্পষ্ট তবুও সাবেকিয়ানায় ঐতিহ্যে আজও অনন্য পূর্ব বর্ধমানের জামালপুরের এই চকদিঘি জমিদারবাড়ি।

 Iswar Chandra Vidyasagar use to come in Chalkdigi jamindar bari durga puja
Iswar Chandra Vidyasagar use to come in Chalkdigi jamindar bari durga puja
#পূর্ব বর্ধমান:  চকদিঘির জমিদার বাড়িতে পুজো শুরু হয় প্রতিপদের দিন থেকেই৷ এখানে পুজো হয় সিংহরায় পরিবারের। মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসান ঘটে। শুরু হয় দেবীপক্ষ৷ আর সেই সময় থেকেই সমস্ত ধর্মীয় আচার মেনেই পুজো শুরু হয় চকদীঘির জমিদার বাড়ির পুজোয়৷
এই পরিবারের পুজোয় অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর৷ বহুবার তিনি সিংহরায় পরিবারের পুজোয় উপস্থিত থেকেছেন৷ পারিবারিক নানা দলিল, পুঁথি ঘিরে এই সিংহরায় পরিবারের এমনই নানা ইতিহাস জানতে পারা যায়৷ এখানে তাঁর জন্য একটি ঘরও নির্দিষ্ট করা ছিল৷ এছাড়াও জমিদার বাড়ি লাগোয়া একটি পুকুর, তার বাঁধানো ঘাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় ছিল। সেই জায়গায় ছিল দুটি ঘরও ছিল। যা আজ ধ্বংসপ্রায়। সেখানে বসে পড়াশোনা লেখালেখির কাজ করতেন বিদ্যাসাগর।
advertisement
advertisement
প্রতিপদে শুরু হয় এই সিংহরায় পরিবারের  জমিদার বাড়ির পুজো৷ এই পরিবারের মহিলা সদস্যরা আগে দেবীর কাছে  পুষ্পাঞ্জলি যখন দিতে আসতেন তখন গ্রামের সাধারণ মানুষ তাঁদের মুখ দেখতে পেতেন না৷ মন্দিরের ভিতরে পর্দা ঘেরা জায়গায় বসে তারা অঞ্জলি দিতেন৷ একমাত্র পুরোহিত মহিলাদের মুখ দেখতে পেতেন৷ এখনও সেই প্রথাই চলে আসেছে সিংহরায় পরিবারের৷ এই পরিবারের পুজোর সমস্ত আয়োজন আজও সেই পুরানো রীতি মেনেই বাড়ির পুরুষরা করে আসছেন৷ এখনও কোনও মহিলা পুজোর কোনও কাজে অংশ নেন না৷ বলিদানের সময়ে দেবীকে সন্দেশ দর্শন করানো হয়৷ এখনও জমিদার বাড়ির পুজো ঘিরে এই চকদীঘি এলাকা ছাড়াও আশপাশের গ্রামের মানুষের উন্মাদনা চোখে পড়ার মতন৷ পুজোর আগে এখন চকদিঘি সিংহরায় পরিবারের দুর্গা দালানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ গোটা এলাকা জুড়েই ব্যস্ততা৷
advertisement
এই বাড়িতে এক সময় সিনেমার শ্যুটিং হয়েছে নিয়মিত। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায় এখানে থেকে তাঁর চলচ্চিত্রের শ্যুটিং করেছেন। সংস্কারের অভাবে বয়সের ছাপ স্পষ্ট তবুও সাবেকিয়ানায় ঐতিহ্যে আজও অনন্য পূর্ব বর্ধমানের জামালপুরের এই চকদিঘি জমিদারবাড়ি।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2022: চকদিঘি জমিদার বাড়িতে পুজোয় আসতেন বিদ্যাসাগর 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement