জনজোয়ার কাকে বলে দেখাল অষ্টমীর রাত! মণ্ডপে মণ্ডপে শুধুই মাথার মিছিল

Last Updated:

দীর্ঘক্ষণ লাইনৈ দাঁড়িয়ে প্রতিমা মণ্ডপ দর্শন করলেন হাজারে হাজারে দর্শনার্থী। অষ্টমীর সন্ধ্যা নামতেই বর্ধমানের জি টি রোডে দর্শকদের ঢল নেমেছিল।

অষ্টমীর রাতে বাঁধ ভাঙা ভিড়
অষ্টমীর রাতে বাঁধ ভাঙা ভিড়
অষ্টমীর রাতে বাঁধ ভাঙা ভিড়। বর্ধমানের জি টি রোডে মানুষের মাথার মিছিল। সেই মিছিল গিয়ে শেষ হয়েছে এক একটি মণ্ডপে। দীর্ঘক্ষণ লাইনৈ দাঁড়িয়ে প্রতিমা মণ্ডপ দর্শন করলেন হাজারে হাজারে দর্শনার্থী। অষ্টমীর সন্ধ্যা নামতেই বর্ধমানের জি টি রোডে দর্শকদের ঢল নেমেছিল। রাত যত বেড়েছে ততই বেড়েছে জনস্রোত। অগণিত দর্শনার্থীর উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত সরগরম থাকল নামি বারোয়ারির মণ্ডপগুলি।
বর্ধমানে জিটি রোডের দুপাশে বিগ বাজেটের বেশ কিছু পুজো রয়েছে। ছোট নীলপুর মোড় থেকে ডি ভি সি মোড় পর্যন্ত বেশ কয়েকটি বড় পুজো রয়েছে। তাই এই এলাকা পুজোর দিনগুলিতে বিশেষ সরগরম থাকে। অষ্টমীতে জনস্রোত দেখা গেল এই এলাকার মণ্ডপগুলিতে। ছোটনীলপুর
মোড়ের পাশেই দু'নম্বর শাঁখারী পুকুর সর্বজনীন এর পুজো। তাদের এবার থিম 'জীবন তরী'। এখানে ছোটদের মোবাইল প্রীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। মোবাইল নির্ভরতার কারণে শিশুদের মানসিক বিকাশ হচ্ছে না বলে সচেতন করা হচ্ছে।
advertisement
advertisement
পাশেই রয়েছে। লালটু স্মৃতি সংঘের পট শিল্প থিমের অনন্য সুন্দর মণ্ডপ। কয়েক পা দূরেই সবুজ সংঘের পুজো। তাদের থিম বেনারসের সন্ধ্যা আরতি। কিছুটা দূরেই পদ্মশ্রী সংঘের পুজো। এরপরই রয়েছে বর্ধমান পুলিশ লাইনের পুজো। তার কিছুটা দূরেই সর্বমিলন সংঘের পুজো ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে সেখানেও। এখানে এবার পুজোর থিম আদি যোগী। এখানে রয়েছে লেজার রশ্মির খেলা।
advertisement
উৎসাহ উদ্দীপনায় ক্লান্তি ভুলেছেন অনেকেই। তারই মধ্যে চলছে খাওয়া দাওয়া। বিরিয়ানি থেকে চাওমিন কাটলেট, মোমো রয়েছে সবই। মেলা বসেছে, এই এলাকায়। অথচ দুপুর থেকে আবহাওয়া ততটা ভাল ছিল না। বেলা বারোটার পর থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। দুপুর থেকেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে সন্ধ্যের আগেই সেই বৃষ্টি থেমে গিয়ে ঠান্ডা হাওয়ায় স্বস্তি মিলেছিল। সেই স্বস্তিতে সঙ্গী করেই মধ্যরাত পর্যন্ত চলল প্যান্ডেল হপিং।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
 জনজোয়ার কাকে বলে দেখাল অষ্টমীর রাত! মণ্ডপে মণ্ডপে শুধুই মাথার মিছিল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement