Home /News /south-bengal /
Durga Puja 2021: ১৮ পুতুলের দুর্গা পূজা! একচালায় একাধিক মূর্তি, বীরভূমের এই পুজোর বিশেষত্ব কী

Durga Puja 2021: ১৮ পুতুলের দুর্গা পূজা! একচালায় একাধিক মূর্তি, বীরভূমের এই পুজোর বিশেষত্ব কী

Durga Puja 2021: এক চালায় রয়েছে ১৮ পুতুলের এই দুর্গা পূজোর প্রতিমা। এই দুর্গা প্রতিমার নাম এমন হওয়ার মূলে রয়েছে এর এক চালায় কারুকার্য।

 • Share this:

  #বীরভূম: আর মাত্র কয়েকটা দিন। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবে। স্থান বিশেষে এই পুজোর রয়েছে নানা রীতিনীতি রয়েছে। স্থান বিশেষে রীতি যেমন বদলায়, তেমনই প্রতিমার ক্ষেত্রেও নানা রূপ দেখা যায়। তবে ১৮ পুতুলের দুর্গা, এই নামটি শুনলেই কেমন নতুন নতুন লাগছে তাই তো? আসলে এমন নামের পিছনে রয়েছে কারণও।

  বীরভূমের মহঃবাজার ব্লকের কেওট পাড়ায় রয়েছে এই ১৮ পুতুলের দুর্গা। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ। এখানে রয়েছে স্থায়ী দুর্গা মন্দির। ভট্টাচার্য্য পরিবারের সদস্যদের দাবি, তাঁদের এই দুর্গাপুজোর বয়স আনুমানিক ৫০০ বছর পার করেছে। আট পুরুষ ধরে তাঁদের এই দুর্গা পুজো হয়ে আসছে।

  এক চালায় রয়েছে ১৮ পুতুলের এই দুর্গা পূজোর প্রতিমা। এই দুর্গা প্রতিমার নাম এমন হওয়ার মূলে রয়েছে এর এক চালায় কারুকার্য। কারণ এর এক চালায় রয়েছে ১৮টি মূর্তি। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গনেশ, কার্তিক, অসুর, শিব, জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গী, দুজন মাঝি এবং এই সকল দেব দেবীদের বাহন মিলে মোট ১৮টি মূর্তি থাকে। এরই পরিপ্রেক্ষিতে এই দুর্গা পুজোর নাম হয়েছে ১৮ পুতুলের দুর্গাপুজো।

  পরিবারের সদস্য অলকেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, "এই পুজোর প্রথম উদ্বোধন করেছিলেন কাশীনাথ ভট্টাচার্য। আনুমানিক ৫০০ বছর আগে এই পুজো শুরু হয়। তারপর আমরা বছরের পর বছর আট পুরুষ ধরে এই পুজো করে আসছি। আমাদের এই পুজোর প্রতিমাতেই রয়েছে বিশেষত্ব। যেখানে সচরাচর যে সব মূর্তি দেখা যায়, তা ছাড়াও থাকেন জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গী, দুজন মাঝি।"

  পুজোর রীতির ক্ষেত্রেও এই পুজোতে রয়েছে বেশ কিছু বিশেষত্ব। যেমন বিজয়া দশমীর দিন বাদে প্রতিদিনই অন্নভোগ হয়ে থাকে। অন্নভোগে থাকে সাত আট রকমের ভাজা এবং অন্যান্য সামগ্রী। তবে এই অন্ন ভোগের সঙ্গে মাছের টক বাধ্যতামূলক। এই বিশেষত্বের জন্য বীরভূমের ১৮ পুতুলের পুজোর জনপ্রিয়তাও রয়েছে।

  মাধব দাস

  আরও পড়ুন- সুকনা চা বাগানের দুর্গাপুজোর অজানা গল্প জানুন

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Anya puja 2021, Durga Puja 2021

  পরবর্তী খবর