হঠাৎ ৮-১০ জন যুবক ঢুকে এল ঘরে... মহিলা তাঁর ফোন ক্যামেরা 'অন' করতেই যা ঘটল! ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে

Last Updated:

Dumdum News: দমদম এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকা রাতের এক ঘটনা ঘিরে আচমকা অশান্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকালে।

ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে
ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে
কলকাতা: দমদম এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকা রাতের এক ঘটনা ঘিরে আচমকা অশান্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকালে। অভিযোগ, ধারের টাকা দিতে দেরি হওয়ার কারণেই এক মহিলাকে বাড়িতে এসে চড়াও হয়ে চরম মারধর করে কয়েকজন যুবক। ছাড় দেওয়া হয়নি পরিবারের সদস্যদেরও। বাড়ির অন্যান্য মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।
ঘটনায় আক্রান্ত মহিলার অভিযোগ, পিয়ালী দেবনাথ নামের এক মহিলার থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ দিতে না পাড়ায় গতকাল রাতে ৮ থেকে ১০ জন বহিরাগত মদ্যপ অবস্থায় ঘরে এসে প্রথমে হুমকি ও পরে মারধর করে।
advertisement
advertisement
গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে অভিযোগকারী নন্দ রেশমা খাতুনকে মারধর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
advertisement
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টাকা শোধ দিতে না পাড়ায় বাড়িতে প্রবেশ করে মহিলাদের মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, ১ লক্ষ টাকা ধার নিয়ে শোধ দিতে না পাড়ায় বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে আচমকা ঢুকেই মহিলা সদস্যদের মারধর শুরু করে তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দমদম থানার বাদরা অঞ্চলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ ৮-১০ জন যুবক ঢুকে এল ঘরে... মহিলা তাঁর ফোন ক্যামেরা 'অন' করতেই যা ঘটল! ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement