হঠাৎ ৮-১০ জন যুবক ঢুকে এল ঘরে... মহিলা তাঁর ফোন ক্যামেরা 'অন' করতেই যা ঘটল! ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Dumdum News: দমদম এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকা রাতের এক ঘটনা ঘিরে আচমকা অশান্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকালে।
কলকাতা: দমদম এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকা রাতের এক ঘটনা ঘিরে আচমকা অশান্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকালে। অভিযোগ, ধারের টাকা দিতে দেরি হওয়ার কারণেই এক মহিলাকে বাড়িতে এসে চড়াও হয়ে চরম মারধর করে কয়েকজন যুবক। ছাড় দেওয়া হয়নি পরিবারের সদস্যদেরও। বাড়ির অন্যান্য মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।
ঘটনায় আক্রান্ত মহিলার অভিযোগ, পিয়ালী দেবনাথ নামের এক মহিলার থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ দিতে না পাড়ায় গতকাল রাতে ৮ থেকে ১০ জন বহিরাগত মদ্যপ অবস্থায় ঘরে এসে প্রথমে হুমকি ও পরে মারধর করে।
advertisement
advertisement
গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে অভিযোগকারী নন্দ রেশমা খাতুনকে মারধর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
advertisement
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টাকা শোধ দিতে না পাড়ায় বাড়িতে প্রবেশ করে মহিলাদের মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, ১ লক্ষ টাকা ধার নিয়ে শোধ দিতে না পাড়ায় বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে আচমকা ঢুকেই মহিলা সদস্যদের মারধর শুরু করে তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দমদম থানার বাদরা অঞ্চলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ ৮-১০ জন যুবক ঢুকে এল ঘরে... মহিলা তাঁর ফোন ক্যামেরা 'অন' করতেই যা ঘটল! ভয়ঙ্কর কাণ্ড দুর্গানগরে