Nadia News: গরমে হাঁসেদের হাঁসফাঁস! নেই বৃষ্টি উঠে যেতে বসেছে হাঁসের ফার্ম, সকলেই ঝুকছে মুরগি প্রতিপালনে

Last Updated:

পুকুরের জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে তেমনই অতি সংকট জনক পরিস্থিতিতে রয়েছে হাঁস প্রতিপালনকারীরা।

+
পুকুরে

পুকুরে রয়েছে হাঁসেরা 

নদিয়া: গ্রাম বাংলায়  পশু-পাখি প্রতিপালনকারীরাও এখন দিশাহীন। পুকুরের জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে তেমনই অতি সংকট জনক পরিস্থিতিতে রয়েছে হাঁস প্রতিপালনকারীরা।  প্রোমোটারদের দৌরাত্ম্যে যেকোনো এলাকায় জলাশয় খুব বেশি চোখে পড়ে না।  হাঁস প্রতিপালকরা নিজেদের অর্থে নিজেদের জমিতে পুকুর খনন করে সেখানেই হাঁস প্রতিপালন করে থাকেন। কিন্তু তাতেও শান্তি নেই প্রকৃতির খামখেয়ালিপনায়। গরমে হাঁসফাঁস করছে হাঁসেরা। একদিকে যেমন তাদের স্বাভাবিক বৃদ্ধি কমে যাচ্ছে তেমনি জলের অভাবে নানান রকম রোগের প্রাদুর্ভাব ঘটছে। তাই অনেকেই এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় আর মনোনিবেশ করছেন না সকলেই মুরগির ফার্ম করার দিকে ঝুঁকছেন হাঁসের ফার্ম বন্ধ করে।
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন। আমরা তাদের খোঁজ নিতে গিয়ে জানলাম বহু হাঁস প্রতিফলনকারী ফার্ম বন্ধ হয়ে গেছে। কারণ তারা কোনোভাবেই সরকারি সহযোগিতা পাননি আর সেই কারণেই জলের অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রক্ষা করতে পারছেন না চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন মূল্যবান ওষুধ কিনতে গিয়ে। অন্যদিকে প্রচন্ড গ্রীষ্মের তাদের জলাশয় শুকিয়ে যাচ্ছে অত্যাধিক বিদ্যুতের বিল দিয়ে কিংবা ডিজেল পুড়িয়ে পাম্প সেট দিয়ে জল ভর্তি করার খরচ করে কুলাচ্ছে না তাই এ চাষে অনীহা অনেক প্রতিপালকদেরই।
advertisement
advertisement
তারা জানাচ্ছেন অতীতে ৪০০ হাঁস নিয়ে শুরু হলেও বর্তমান হাঁসের সংখ্যা মাত্র ৭০ টি তে গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রজাতির হাঁস ডিম অথবা মাংসের জন্য প্রতিপালন করা হয়। বিশ্বে যে ১৭৬ প্রজাতির হাঁস-রাজহাঁস রয়েছে, তার কমবেশি ২৬টি প্রজাতি প্রতিপালন হয়ে থাকে আমাদের দেশে। মাংসের জন্য পিংকিং, রুয়েল, কেউগা নানান প্রজাতি রয়েছে, ডিমের জন্য রয়েছে জিং ডিং, ইন্ডিয়ান রানার হাঁস। তবে ডিম এবং মাংস উভয়ের জন্য শংকর প্রজাতির খাকি ক্যাম্বেল সবচেয়ে জনপ্রিয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: গরমে হাঁসেদের হাঁসফাঁস! নেই বৃষ্টি উঠে যেতে বসেছে হাঁসের ফার্ম, সকলেই ঝুকছে মুরগি প্রতিপালনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement