৩৫ হাজার কোটি গুপ্তধন পোঁতা রয়েছে, বুজরুকির কবলে হতদরিদ্র দিনমজুর

Last Updated:
#চন্দ্রকোণা: মাটিতে পোঁতা পঁয়ত্রিশ হাজার কোটির গুপ্তধন! পাহারায় রয়েছে সাত-সাতটা জিন! গুপ্তধন পেতে তাড়াতে হবে যখ। হতদরিদ্র দিনমজুরকে পরামর্শ দিয়েছিলেন চার মৌলবি। নিদান ছিল, রাতভর যজ্ঞ আর পায়রা বলি। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল তুকতাক। চন্দ্রকোণার পিয়ারডাঙার ঘটনায় দিনভর নাটক।
এমন ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার পিয়ারডাঙা গ্রামে । গ্রামেরই বাসিন্দা, পেশায় দিনমজুর হকসেন ভাঙ্গি। প্রতিবেশীদের দাবি, বছরখানেক ধরে বাড়িতে তুকতাক করছিলেন হকসেন। গত কয়েক রাতে তার মাত্রা বাড়ে। হকসেনের আচরণও ছিল সন্দেহজনক। তাঁর মেয়ের কাছ থেকে জানা যায়-গত কয়েকদিন হকসেনের বাড়িতে ঘাঁটি গাড়েন ৪ ব্যক্তি ৷ নিজেদের মৌলবি বলে পরিচয় দেন তাঁরা এই ৪ জনই হকসেনকে জানান, তাঁর বাড়িতে ৩৫ হাজার কোটির গুপ্তধন পোঁতা রয়েছে ৷ গুপ্তধন পাহারা দিচ্ছে ৭ জিন। গুপ্তধন পেতে তাড়াতে হবে জিন ৷
advertisement
শুক্রবার সকালে হকসেনের বাড়িতে কার্যত অভিযান চালান গ্রামের মানুষ। দেখেন, বাড়ির উঠোনেই প্লাস্টিকের ছাউনি দিয়েই তুকতাকের ব্যবস্থা করা হয়েছে। মেলে ফুল, ধূপ, খাঁচাবন্দি সাদা পায়রা ।
advertisement
বাইট- শেখ মোক্তার আলি, স্থানীয় বাসিন্দা (সাদা জামা- ‘আমরা শুনলাম গুপ্তধন আছে। ৩৫ হাজার কোটি দাম। গত এক বছর ধরে তুকতাক করছে। গত কয়েকদিন ধরে বলি, পুজোও হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৫ হাজার কোটি গুপ্তধন পোঁতা রয়েছে, বুজরুকির কবলে হতদরিদ্র দিনমজুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement