Bangladesh Protest Update: অশান্ত বাংলাদেশে বন্ধ পেট্রাপোলে যাত্রী পরিষেবা! রুটি-রুজিতে টান কুলিদের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangladesh news: বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে হাই এলার্ট জারি রয়েছে পেট্রাপোল সীমান্তে। আর তাতেই জীবিকায় টান সীমান্তের কুলিদের।
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে ঘটেছে পরিবর্তন, বন্ধ রয়েছে সীমান্ত দিয়ে দু’দেশের মধ্যে যাতায়াত থেকে আমদানি-রফতানি সব কিছুই। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে হাই এলার্ট জারি রয়েছে পেট্রাপোল সীমান্তে। আর তাতেই জীবিকায় টান সীমান্তের কুলিদের।
কিছু দিন আগে পর্যন্তও ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতেন দুই দেশের কয়েক হাজার যাত্রীরা। অনেকের সঙ্গেই থাকত ভারী ব্যাগ। সব সময় ব্যাগ টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা যাত্রীদের পক্ষে। আর তার জন্যই সীমান্তে রয়েছেন বহু কুলিরা। যারা সেই ভারী বোঝা তুলে গন্তব্যে পৌঁছে দেন যাত্রীদের।
advertisement
advertisement
বাংলাদেশে কোটা আন্দোলন শুরুর সময় থেকেই ভাটা পড়েছে যাত্রী পরিষেবায়, তবে বর্তমানে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে সীমান্তের পারাপার। বিশেষত, যারা কুলির কাজ করেন তাদের রুটিরুজি ছিল এই পেট্রাপোল সীমান্তে যাত্রীদের জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার পারিশ্রমিক থেকে।
বর্তমানে, যাত্রী পারাপার না হওয়ায় কাজ নেই কুলিদের। ফলে জীবিকায় টান পড়ছে খেটে খাওয়া এই মানুষগুলোর। বন্দর সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্তে প্রায় ৪০০ অধিক কুলি কাজ করেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের সমস্যার কারণে সীমান্তে পরিষেবা স্বাভাবিক না থাকায় কাজ করতে পারছেন না কুলিরা। ফলে পরিবার সংসার নিয়ে রীতিমত কষ্টে দিন কাটছে এই অসহায় মানুষগুলির। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে কী হবে! কিভাবে চলবে রুটি রুজি! বুঝে উঠতে পারছেন না সীমান্তের মাল বওয়া এই খেটে খাওয়া মানুষগুলো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Protest Update: অশান্ত বাংলাদেশে বন্ধ পেট্রাপোলে যাত্রী পরিষেবা! রুটি-রুজিতে টান কুলিদের