ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা অন্ধকার, বিদ্যুতের দাবিতে বিক্ষোভ এলাকায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ ফেটে পড়ে বাদুড়িয়া যদুর আটির বাসিন্দারা
#বাদুরিয়া: বিক্ষোভ বাসিন্দাদের। আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকেই বিদ্যুৎবিহীন গোটা এলাকা বিদ্যুৎ দফতরকে বারবার বলা সত্ত্বেও ঝড়ের পর ১৬ দিন কেটে গেলেও এলাকায় বিদ্যুৎ না আসায়, বিদ্যুতের দাবিতে রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে বাদুড়িয়া যদুর আটির বাসিন্দারা।
বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। বিক্ষোভকারীদের দাবি তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।
খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা অন্ধকার, বিদ্যুতের দাবিতে বিক্ষোভ এলাকায়