#তারকেশ্বর: গ্রহণের আগেই শিবের পুজা এবং ভোগ হয়ে গেল তারকেশ্বর মন্দিরে। করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে ইতিমধ্যেই রাজ্যের বহু ধর্মীয় স্থান ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে৷ তবে তারকেশ্বর মন্দির এখনো বন্ধ। কবে মন্দির খুলবে তা এখনও জানা যায়নি। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও রীতি নীতি মেনে প্ৰতদিনই অনুষ্ঠিত হয় বাবার নিত্য পুজা।
রবিবার সূর্য গ্রহণের আগেই রীতি মেনে পুজা হয়ে গেল বাবা তারাকনাথের। সূর্য গ্রহণ শুরু হয়েছে ৯ টা ১৫ মিনিটে এবং গ্রহণ ছাড়বে দুপুর ৩টো ৫ মিনিটে। গ্রহণের আগেই পুজা, ভোগ, আরতি, বাবার রাজ বেশ সমস্ত সম্পূন্ন করা হয়েছে। গ্রহণ ছাড়ার পর পুণরায় নিয়ম রীতি মেনে পুজা আর্চনা শুরু হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।