টানা বৃষ্টিতে ডুবেছে বাঁকুড়া শহর, হড়পা বানে ভেসে গেল দোতলা বাড়ি, নিখোঁজ এক বৃদ্ধ

Last Updated:
#বাঁকুড়া: রাতভর টানা বৃষ্টিতে ভাসছে বাঁকুড়া শহরের একাংশ। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বরের জলে ডুবেছে পুর এলাকার একাধিক ওয়ার্ড। হড়পা বানে দুটি দোতলা বাড়ি মুহূর্তের মধ্যে ভেসে যায়।  বাঁকুড়ার মেজিয়ায় দামোদরের জলের তোড়ে ভেসে যান গুণময় ভান্ডারী নামে এক বৃদ্ধ। মাঠে চাষের কাজ সেরে ফেরার সময় বিপদে পড়েন মেজিয়ার নাগরডাঙার ওই বাসিন্দা। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়, বড়জোড়া এবং মেজিয়া ব্লকের বেশ কিছু এলাকায় জল ঢুকেছে।
বাঁকুড়ার পুর এলাকার জুনবেদিয়া এবং শহর লাগোয়া কেশিয়াকোলে দুটি বাড়ি মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে উধাও হয়ে গেল! হড়পা বানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, কয়েক মুহূর্তের মধ্যে ভেসে গেল জলে! ।  অথচ সকাল নটা পর্যন্ত এমন পরিস্থিতি ছিল না। গন্ধেশ্বরীতে জল থাকলেও বিপদের ইঙ্গিত পাননি স্থানীয়রা। সাড়ে নটা নাগাদ আচমকা গন্ধেশ্বরীতে জলস্তর বেড়ে যায়। বাড়তে থাকে জলের গতিবেগ । জলমগ্ন হয় বেশ কিছু এলাকা।
advertisement
এর কিছু পরেই জুনবেদিয়ার এই বাড়িটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্থানীয়দের অনুমান, গন্ধেশ্বরীরর জল ব্যাক ফ্লো করায় এই পরিস্থিতি। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদের জলে বন্দি বাঁকুড়া শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। কোথাও হাঁটু, কোথাও কোমর বা বুক সমান জল। বিপদ আঁচ করে নীচু এলাকা থেকে মালপত্র নিয়ে বেরিয়ে পড়েন শতাধিক মানুষ। তারা এলাকার স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জুনবেদিয়ার বাসিন্দারা বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
বেশ কিছু এলাকায় সরকারি আধিকারিকরা পৌঁছেছেন। দমকল কর্মীরা জল বের করার কাজে হাত লাগিয়েছেন। বাঁকুড়ার জেলাশাসক পরিস্থিতির উপর নজর রেখেছেন। এদিন বেলার দিকে বাঁকুড়া শহরে বৃষ্টি কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে ফের বৃষ্টি হলে বিপদ বাড়বে বলে আশঙ্কা করছেন নদীপারের বাসিন্দারা।
বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ18 বাংলা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টিতে ডুবেছে বাঁকুড়া শহর, হড়পা বানে ভেসে গেল দোতলা বাড়ি, নিখোঁজ এক বৃদ্ধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement