Nadia News: সামান্য বৃষ্টিতেই রাস্তা হয়ে ওঠে ছোট একটি নদী, জল যন্ত্রণায় অতিষ্ঠ চাকদহের মানুষ

Last Updated:

নদিয়ার চাকদহের রথতলা থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকাটি যথেষ্ট নিচু এবং রাস্তার অবস্থাও বেশ কয়েক বছর ধরে শোচনীয়

+
রাস্তায়

রাস্তায় জমা জলের মধ্যে দিয়েই ঝুঁকিপূর্ণ পারাপার

মৈনাক দেবনাথ, চাকদহ: এ যেন রাস্তা নয়, ছোটখাটো একটি নদী। তার ওপর দিয়েই চলছে বড় থেকে ছোট সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি। নদিয়ার চাকদহের রথতলা থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকাটি যথেষ্ট নিচু এবং রাস্তার অবস্থাও বেশ কয়েক বছর ধরে শোচনীয়। এই রাস্তা দিয়ে সারা বছর ধরে স্থানীয় মানুষদের পারাপার করতে হয়, যার জেরে অনেক সময় ঘটে যায় ছোট বড় দুর্ঘটনাও। রাস্তার এই সমস্যার কথা একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও সমাধান হয়নি বলেই অভিযোগ করছেন এলাকাবাসীরা।
বর্ষাকালে এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তা হয়ে যায় একটি ছোট নদী! রাস্তার ছোট বড় গর্ত কোনও কিছুই তখন দেখা যায় না সবকিছুই ঢাকা পড়ে যায় জলের তলায়। আর সেই রাস্তা দিয়েই রীতিমত প্রাণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। একাধিকবার প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত এই রাস্তার কোনও সুরাহা হয়নি বলেই জানাচ্ছেন সকলে।
advertisement
আরও পড়ুন: রাত হলেই রিলসের নেশায় বেপরোয়া স্টান্টবাজি মাতলার সেতুতে ! পুলিশি অভিযানে পাকড়াও চারজন
এ বিষয়ে স্থানীয় বিধায়ক জানাচ্ছেন, সামান্য বৃষ্টিতেই ওই এলাকার জলমগ্ন হয়ে যায় এবং এটি প্রায় সাত থেকে আট বছর ধরে চলছে। সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দফতরে গিয়েছেন যাতে এই সমস্যার কোনও একটি সমাধান করা যায়, আমি নিজেও একাধিক সরকারি দফতরে চিঠি দিয়েছি এই রাস্তা সংস্কারের জন্য কিন্তু আমি যতদূর শুনেছি একটি পরিকল্পনা বিডিও অফিস থেকে করে পাঠানো হয়েছে পরিকল্পনার যে অর্থ সেটি একটি অনেক বড় অংকের, প্রায় ৩০ কোটি টাকার! যদিও এখনও সেই প্রজেক্ট বাস্তবায়িত হয়নি তবে আমরা সকলেই দেখে রয়েছি, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। এখন দেখার স্থানীয় মানুষেরা কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সামান্য বৃষ্টিতেই রাস্তা হয়ে ওঠে ছোট একটি নদী, জল যন্ত্রণায় অতিষ্ঠ চাকদহের মানুষ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement