Corona পরীক্ষার জন্যও এবার দুয়ারে সরকার! জেনে নিন কী করতে হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দেশের বিভিন্ন জায়গার মতো বাংলাতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে দুয়ারে যাবে পুরসভা।
#কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা গোটা দেশের। দিল্লিসহ বহু রাজ্যে অক্সিজেনের আকাল। এমন আপতকালীন পরিস্থিতিতে ভ্যাকসিনের জোগানেও টান। করোনার দাপট বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, এবার ১৮ বছরের উর্ধ্বে সবাইকে টিকাকরণের আওতায় আনা হবে। কিন্তু ঘোষণাই সার! টিকার জোগান নেই দেশের বহু জায়গায়। এমনকী টিকাকরণের জন্য নাম নথিভুক্তও করতে পারছেন না বহু মানুষ। সরকারি অ্যাপ ক্র্যাশ করেছে। পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এমন কঠিন পরিস্থিতিতে রাজ্যগুলি সাধ্যের মধ্যে সংক্রমণ ঠেকানোর সবরকম চেষ্টা চালাচ্ছে। রাজ্যের পক্ষে টিকার জোগান দেওয়া সম্ভব নয়। তবে করোনা পরীক্ষায় জোর দেওয়াই যায়। আপাতত রাজ্য প্রশাসন সেটাই করার চেষ্টা করছে। যাতে অন্তত করোনা
আক্রান্তদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। করোনা আক্রান্তদের পৃথকবাসে রেখে যাতে সংক্রমণের হার ঠেকানো যায়!
ভোটের আগে সাধারণ মানুষের দুয়ারে এসেছিল রাজ্য সরকার। তবে বিরোধীরা অভিযোগ করেছিল, সবটাই ভোটের চমক। সেসব অভিযোগ অবশ্য কানে তোলেনি রাজ্য সরকার। দুয়ারে সরকার অভিযান চলেছিল জোরকদমে। ভোট মিটলেও করোনা পরিস্থিতিতে আরও একবার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে সরকার। আর এবার করোনা পরীক্ষার জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাইছে রাজ্য প্রশাসন। দেশের বিভিন্ন জায়গার মতো বাংলাতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে দুয়ারে যাবে পুরসভা। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় করোনা টিকা অমিল। তবে কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবে কলকাতা পুরসভা। কলকাতা শহরের কোন আবাসনে কতজনের পরীক্ষা করাতে চান, সেটা জানাতে হবে সবার আগে। কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিক-এর ফোন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে করোনা পরীক্ষার অ্যাম্বুলেন্স। আলাদা করে আর টেস্ট করাতে কোথাও যেতে হবে না। বাড়ির সামনেই যে কেউ করাতে পারবেন করোনা টেস্ট।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2021 11:04 PM IST