#বারুইপুর: স্কুলের ছাদে বসে মদ্যপান করার সময় বেসামাল হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হল এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । আহতের নাম তাজু মার্ক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ।বারুইপুরের দক্ষিণ দুর্গাপুর তিলোত্তমা বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর একটি দল । তার মধ্যে বেশ কয়েকজন রাতে ওই স্কুলের ছাদে বসে মদ্যপান করছিলেন । সেই সময় কোনও কারণে বেসামাল হয়ে তাজু মার্ক নামে এক জওয়ান নীচে পড়ে যান । গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে । প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।