Drinking Water Crisis: ভরা বর্ষাতেও মিলছে না রেহাই, পানীয় জলের সঙ্কটে পুরুলিয়াবাসী!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Drinking Water Crisis: সকাল থেকে পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এর ফলে গন্ধবাজার থেকে সিরকাবাদ যাওয়ার পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে
পুরুলিয়া: জেলার পানীয় জলের সমস্যা বরাবরের। গ্রীষ্মকালে এই সমস্যা আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ গ্রীষ্মের সময় কাঁসাই নদীর জলস্তর অনেকখানি নেমে যায়। তাই জেলার বিভিন্ন জায়গাতে জলসঙ্কট দেখা যায়। কিন্তু এবার বর্ষার সময়তেও জলের সমস্যায় ভুগতে হচ্ছে জেলার মানুষকে। আর এতেই ক্ষোভ তৈরি হচ্ছে জেলাবাসীদের মনে। আর তাই এবার পানীয় জলের দাবিতে কলসি নিয়ে পথ অবরোধ করতে দেখা গেল গ্রামের মহিলাদের।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আড়শা ব্লকের গন্ধবাজার থেকে অযোধ্যা যাওয়ার পথে গুরুত্বপূর্ণ রাস্তায়। এইদিন সকাল থেকে পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। এর ফলে গন্ধবাজার থেকে সিরকাবাদ যাওয়ার পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা রাস্তায়। সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষদের।
advertisement
advertisement
অবরোধকারীরা বলেন, গত তিন মাস ধরে গ্রামের সব নলকূপগুলো অকেজো হয়ে পড়ে আছে। গ্ৰামের বাসিন্দারা সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আড়ষা ব্লকের বিডিও’র কাছে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। তবুও জলকষ্টের সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন বলে জানান গ্রামবাসীরা।
এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। অবরোধের জেরে আটকে পড়েছিল অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আড়ষা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তারপর এলাকায় যান চলাচল সচল হয়। তবে জলের সমস্যা না মিটলে আবারও পথ অবরোধের করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 9:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drinking Water Crisis: ভরা বর্ষাতেও মিলছে না রেহাই, পানীয় জলের সঙ্কটে পুরুলিয়াবাসী!