Drinking Water Crisis: কল থাকলেও জল নেই! ৬ মাস ধরে চরম কষ্টে পাঁচলার দেউলপুর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Drinking Water Crisis: হাওড়ার এই এলাকায় গত প্রায় ছ'মাস ধরে জল সরবরাহ বন্ধ। এই গরমে মারাত্মক সমস্যায় ভুগছে সাধারণ মানুষ
হাওড়া: পাইপলাইন থাকলেও পরিশ্রুত পানীয় জল অমিল পাঁচলার দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছে পানীয় জলের পুরনো পরিষেবাও। ফলে প্রবল সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা।
হাওড়ার এই এলাকায় গত প্রায় ছ’মাস ধরে জল সরবরাহ বন্ধ। তাতে প্রচুর সমস্যায় ভুগছে সাধারণ মানুষ | পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বসানো হয়েছিল ভূগর্ভস্থ পাইপলাইন, রয়েছে ট্যাপকলও। কিন্তু সেখান থেকে জল পাওয়া যায় না। সব মিলিয়ে এই এলাকার পানীয় জলের সঙ্কট মেটার বদলে তা আরও প্রবল আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা বাধ্য হয়ে ব্যবহার করছেন নলকূপ বা পুকুরের জল। অনেকেরই অভিযোগ, এলাকায় নলকূপের সংখ্যাও পর্যাপ্ত নয়। তা ছাড়া, বহু নলকূপ বেশির ভাগ সময়ে খারাপ হয়ে পড়ে থাকে। ফলে গরমের সময়ে তাঁদের প্রবল সমস্যায় পড়তে হয়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির সামনে ট্যাপকল রয়েছে, অথচ তাতে জল নেই। এমনকি টিউবওয়েলও খারাপ হয়ে পড়ে আছে। এই পরিস্থিতিতে অন্ততপক্ষে পানের জন্য ও রান্না করার জন্য যাতে পানীয় জল পাওয়া যায় সেই আবেদন রেখেছেন তাঁরা। তবে, জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতর সংযোগকারী পাইপলাইন দ্রুত বসিয়ে জল সরবরাহ শুরু করার আশ্বাস দিয়েছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2024 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drinking Water Crisis: কল থাকলেও জল নেই! ৬ মাস ধরে চরম কষ্টে পাঁচলার দেউলপুর