হাওয়া বদল! সন্তানদের সঙ্গে রং-তুলি নিয়ে মেতে উঠলেন বাবা-মায়েরা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
প্রতিদিন সন্তানকে শেখানোর দায়িত্ব সামলাতে হয় অভিভাবকদের। তবে এদিন নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলেন অভিনব এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে
অশোকনগর, উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়: এ যেন অনেকটা হাওয়া বদলের মত। কিছুক্ষণের জন্য হলেও সন্তানদের মতই ছোট হয়ে গেলেন অভিভাবকরা! তাদের সঙ্গেই মেতে উঠলেন প্রতিযোগিতায়।
প্রতিদিন সন্তানকে শেখানোর দায়িত্ব সামলাতে হয় অভিভাবকদের। তবে এদিন নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলেন অভিনব এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সন্তানদের পাশাপাশি এদিন বাবা-মায়েরাও হাতে তুলে নিলেন ক্যানভাস ও রং পেন্সিল। সন্তানদের মোবাইল আসক্তি কাটানোর পাশাপাশি তাদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক আরও দৃঢ় করতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল অশোকনগর ভারতী স্কুল। আয়োজন করা হয়েছিল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আঁকা প্রতিযোগিতা।
advertisement
আরও পড়ুন: পদ্মার জলস্তর বাড়তেই বিচ্ছিন্ন যোগাযোগ! দেশে থেকেও ওরা যেন আলাদা
সন্তানদের সঙ্গে এভাবেই অভিভাবকরা যেন তাঁদের ফেলে আসা শৈশবে ফিরে গেলেন। এদিন দেখা যায়, ক্যানভাসে রঙিন কল্পনা ফুটিয়ে তুলতে ব্যস্ত সন্তানরা। কেউ এঁকেছে পাহাড়ের সৌন্দর্য, কেউ আবার গ্রাম বাংলার ছোট ছোট বিষয়কে তুলে ধরেছে। খুদে শিল্পীরা ফুল, সূর্য, পতাকা এঁকেও রীতিমত নজর কাড়ল। বাবা মায়েরা নানা ধরনের রঙে ভরিয়ে তুলল ক্যানভাস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংসারের প্রতিদিনের ঝক্কি সামলে সন্তানদের মানুষ করার পাশাপাশি তাঁরাও এদিন যেন কিছু সময়ের জন্য ফিরে পেলেন শৈশবের সেই ফেলে আসা আনন্দ। অনেকের মতে, এর আগে কখনও এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি। অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ঘরের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আর শিশুদের জন্য উপহার হিসাবে ছিল বিশেষ স্মারক। সব মিলিয়ে অভিনব এই প্রতিযোগিতা সাড়া ফেলে দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 12:11 AM IST