Domkol: ডোমকলে বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১ আহত ৩

Last Updated:

ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ

#ডোমকল: সোমবার রাতে ডোমকল পুরসভার ৩নং ওয়ার্ডের বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ১জনের। মৃতের নাম সিরাজুল  শেখ। বিস্ফোরনে হাত উড়ে গুরুতর আহত নাজবুল শেখ-সহ আরও ২জন। আহত নাজবুল আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ বাহিনী। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে বোমা বাঁধা হচ্ছিল।
সোমবার রাতে ডোমকল পুরসভার ৩নং ওয়ার্ডের বঘাড়পুর রমনা মন্ডলপাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি পাটের জমিতে বোমা বাঁধার কাজ করছিল কয়েকজন। সেইসময় বিস্ফোরণ ঘটে। ওই জমি থেকে উদ্ধার হয় বেশ কিছু বোমা। মঙ্গলবার উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রীয় করে বোম স্কোয়াড টিম।  ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। গ্রামবাসী আবুল কালাম বলেন, '' বাইকে কয়েকজন ছেলেকে আমি জমির দিকে যেতে দেখেছিলাম। তারপরই একটা বিকট আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পরে চিৎকার শুনে জানতে পারি, বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা আতঙ্কের মধ্যে আছি।''
advertisement
মৃত সিরাজুল শেখের বাবা আসরফ মণ্ডল বলেন, '' জমি দখলকে কেন্দ্র করে বিবাদ চলছিল। গ্রামেরই একজন জমি দখলের জন্য একটি দল তৈরি করেছিল। তার মধ্যে আমার ছেলেও ছিল। আমি ওকে বার বার বলেছিলাম এইসবের মধ্যে নিজেকে না জড়াতে। ওই জমি দখলকে কেন্দ্র করেই বোমা বিস্ফোরণে আমার ছেলের মৃত্যু হয়েছে।''
advertisement
Pranab Kumar Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Domkol: ডোমকলে বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১ আহত ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement