সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডোমকল পৌরসভার কাউন্সিলরকে গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

ডোমকলের মহকুমা শাসক রাজীব মন্ডল থানায় অভিযোগ দায়ের করলে ডোমকল থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Pranab Kumar Banerjee
#ডোমকল: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডোমকল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডোমকলে। শুক্রবার দুপুরে মহাকুমার স্বাস্থ্য দফতরের ভ্যাকসিনের কাজ চলছিল। অভিযোগ সেই সময় কাউন্সিলর প্রদীপ চাকি কিছু লোকজন নিয়ে এসে তাঁদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। মহকুমা শাসক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ডোমকলের মহকুমা শাসক রাজীব মন্ডল থানায় অভিযোগ দায়ের করলে ডোমকল থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শনিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ডোমকলের মহকুমাশাসক রাজীব মন্ডল বলেন, ‘‘ডোমকল পৌরসভা এলাকার ব্যবসায়ীদের ভ্যাকসিনের কাজ হচ্ছিল। সেই সময় ডোমকল পৌরসভার কাউন্সিলর সরকারি কাজে বাধা দেন ও আমাকেও ব্যক্তিগতভাবে অপমান করেন। এই কাজের জন্য ডোমকল থানায় আমি অভিযোগ দায়ের করেছি। পুলিশ ব্যবস্থা নিয়েছে।’’
advertisement
জেলার সঙ্গে ডোমকল পুরসভা এলাকাতেও ব্যবসায়ীদের ভ্যাকসিনের কাজ চলছিল। অভিযোগ সেই সময় নিজের ছেলদেরকে নিয়ে এসে ভ্যাকসিন দেওয়ার দাবি জানাতে থাকেন কাউন্সিলর। মহকুমা শাসকের দফতরে যেহেতু মহাকুমা স্বাস্থ্য দফতরের অফিস হওয়ায় গন্ডগোলের খবর পেয়ে মহকুমা শাসক ছুটে আসেন। সেই সময় ওই কাউন্সিলর মহকুমা শাসকের উদ্দেশ্যে কটুক্তি করেন ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এরপরে মহকুমা শাসক রাজীব মন্ডল ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার  বহরমপুর এর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের আইনজীবী অরুনাভ রায়  বলেন, ‘‘আগামী সোমবার আবার শুনানি হবে। এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।’’ অভিযুক্ত কাউন্সিলর প্রদীপ চাকি বলেন, ‘‘আমার এলাকার কিছু শঙ্খ শিল্পীকে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দিতে। তাঁদের ট্রেড লাইসেন্স না থাকায় ভ্যাকসিন দিতে রাজি হননি আধিকারিকরা। ট্রেড লাইসেন্স না থাকায় আমি কাউন্সিলর হিসেবে সই করে দিয়েছিলাম কাগজে। এই নিয়েই মহকুমা শাসকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একটি মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে।’’
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডোমকল পৌরসভার কাউন্সিলরকে গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement