দামোদরে খেলা করছে ডলফিন, বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে

Last Updated:

পূর্ব বর্ধমানের গলসি থানার শিল্ল্যা ঘাটের দামোদরের জলে দেখা পাওয়া গেল গাঙ্গেয় ডলফিনের

#বর্ধমান: এবার দামোদরে দেখা মিলল ডলফিনের। পূর্ব বর্ধমানের গলসি থানার শিল্ল্যা ঘাটের দামোদরের জলে দেখা পাওয়া গেল গাঙ্গেয় ডলফিনের ( Platanista gangetica gangetica )। তবে দামোদরে গাঙ্গেয় ডলফিন বা শুশুক-এর আগেও দেখা পাওয়া গিয়েছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০০২ সালে পারাজ এলাকার শিল্ল্যায় ও ২০২০ সালে গলসি ১ ব্লকের রনডিয়া এলাকায় দেখা মিলেছিল শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের। তবে শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন সাধারণত দেখা পাওয়া যায় গঙ্গায় বা ভাগীরথীতে।
সোমবার দামোদরে বালি খাদানে কাজ করার সময় কয়েকজন কর্মী প্রথম লক্ষ্য করেন, নদী বরাবর কালো বিরাট বড় একটা কিছু জল থেকে ঝাঁপ দিয়ে উঠে আবার জলে ডুবে যায়। তারাই মোবাইল ফোনে ডলফিনটিকে ক্যামেরা বন্দি করেন। এরপরই দামোদরের জলে ডলফিনের আগমন সম্পর্কে জানতে পারা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীর ধারে চলে আসেন। তারাও ডলফিনের ছবি ক্যামেরাবন্দি করেন। দেখা যায়, ডলফিনটি নিজের মতো জলে খেলা করছে। তবে সকালের দিকে দেখতে পাওয়ার পর ফের ডলফিনটিকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় উৎসুক গ্রামবাসীদের।
advertisement
স্থানীয় বাসিন্দা শুকদেব মাঝি বলেন, ‘দামোদরে এখন জল একটু বেড়েছে। মাঝ নদীতে ভালই জল রয়েছে। সকালের দিকে হঠাৎই দেখি বিরাট মাছের মতো কিছু একটা জল থেকে হুশ করে উঠে আবারও জলে ডুবে গেল। কৌতূহল তৈরি হওয়ায় আবার দেখার জন্য বেলা পর্যন্ত অপেক্ষা করি। পরে বেলার দিকে কিছু লোকও জড়ো হল। অনেকেই মোবাইল ফোন বের করে ছবি তোলার জন্য দাঁড়িয়ছিলেন। অনেকেই ডলফিনের ছবি ক্যামেরা বন্দি করেছেন।''
advertisement
advertisement
ডলফিন দেখতে পাওয়ার খবর পৌঁছে যায় গলসি থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে গলসি থানার পক্ষ থেকেও খোঁজ নেওয়া হয়েছে। দামোদর এলাকার পাশে থাকা মাঝি ও অন্য পেশার মানুষদের সর্তক করেছে পুলিশ। বন দফতরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই প্রায় বিলুপ্ত হতে বসা এই জলজ প্রাণীটিকে কেউ কোনওভাবে যাতে বিরক্ত করতে না পারে, তা নিশ্চিত করতে কড়া নজরদারিও চালাচ্ছে বনবিভাগ।
advertisement
জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, '' সাধারণত দামোদরে এই গাঙ্গেয় ডলফিনের  আসার কথা নয়। শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের দেখা পাওয়া যায় মুলত ভাগীরথী বা গঙ্গায়। তবে কখনও কখনও এরা বড় নদী থেকে মিষ্টি জলের শাখা নদীগুলোতে চলে আসে। এই ডলফিনটির ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু হয়েছে। আমরা স্থানীয়ভাবে ও পুলিশের কাছ থেকে সবার আগে লোকেশনটা নিশ্চিত করার কাজটা করব। তারপরে পরবর্তী পদক্ষেপ করা হবে।’
advertisement
অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল কল্যান দাস বলেন, ‘পূর্ব বর্ধমানের গলসিতে দামোদরে ডলফিন দেখতে পাওয়ার খবর আমাদের কাছেও এসেছে। দামোদরে এখন প্রচুর জল। এই জন্য অন্য বড় নদী থেকে সহজে চলে আসতে পেরেছে এখানে। তাই জলের অভাবে প্রাণীটির কোনও ক্ষতি হবে না। তবে নজরদারি অবশ্যই রাখা হবে। ওই এলাকায় আমাদের দফতরের লোক রয়েছে।  দামোদরে শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের দেখা পাওয়া নতুন নয়। এর আগেও দু-তিনবার দামোদরের এই এলাকায় এই জলজ প্রাণীটির দেখা পাওয়া গিয়েছিল। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দামোদরে খেলা করছে ডলফিন, বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement