Dol 2025: আবিরের আদর, বাউল গানের মাদকতা...শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব বর্ধমানে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শান্তিনিকেতন না যেতে পারলেও, দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে
পূর্ব বর্ধমান: শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে হবে না বসন্ত উৎসব। বিশ্বভারতীতেও দোলের দিন পালিত হবে না বসন্ত উৎসব! মন খারাপ পর্যটকদের। তবে বোলপুর, শান্তিনিকেতন না যেতে পারলেও, দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে। শান্তিনিকেতন না হলেও ওখানকার আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার একটি জায়গায়। জানেন সেই জায়গার নাম?
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে অরণ্য রিসর্ট। আর এই রিসর্টে প্রত্যেক বছর শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যাবস্থা করা হয়। রিসর্টের কর্ণধার শেখ পারভেজ উদ্দীন বলেন, ” শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। এই মনোরম পরিবেশে এলে সকলেরই ভাল লাগবে। কেউ এখান থেকে নিরাশ হিয়ে ফিরে যাবেন না।”
শহর থেকে দূরে একদম নির্জন পরিবেশে এই রিসর্ট। রিসর্টে প্রবেশ করলেই শান্ত মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হবেন অনেকেই। বসন্ত উৎসবের দিনে আদবাসি নাচ, বাউল গানে জমজমাট ‘অরণ্য রিসর্ট’। প্রতি বছর দোলের দিন বহু মানুষ ভিড় জমান এই রিসর্টে। আসেন বহু বাউল শিল্পী। শুধুমাত্র বসন্ত উৎসবের কথা মাথায় রেখে সেইদিন এই রিসর্টে একটি বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩৯০ টাকাতেই পাওয়া যাবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন-সহ আরও ৭ রকমের আইটেম। চলতি ইংরেজি মাসের ১৪ তারিখ রিসর্টে বসন্ত উৎসব উদযাপন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা থেকে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একদম কাছেই এই রিসর্ট।
advertisement
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol 2025: আবিরের আদর, বাউল গানের মাদকতা...শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব বর্ধমানে