Animal Cruelty: ছিঃ! কুকুরকে পিটিয়ে মেরে উল্লাসে মাতলেন এলাকাবাসী, কাঁধে ঝুলিয়ে মিছিল

Last Updated:

Animal Cruelty: এলাকার সাধারণ মানুষের অভিযোগ, ওই কুকুরটি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিল৷

মহিষাদল: কুকুরের অসুস্থতা ছিল৷ মানসিক রোগে আক্রান্ত কুকুরকে তাই পিটিয়ে পিটিয়ে মারল মহিষাদলের হরিখালি এলাকার মানুষেরা৷ আর তাই নিয়ে তীব্র আতঙ্ক ছড়ালো এলাকায়৷ পাশাপাশি, এলাকার মানুষদের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই৷
এলাকার সাধারণ মানুষের অভিযোগ, ওই কুকুরটি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিল৷ পাগল হয়ে পড়ায় কুকুরটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷ কুকুরটি সাধারণ মানুষকে আঁচড়ে, কামড়ে দিচ্ছিল বলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল বলে জানিয়েছেন অনেকে৷ আর সেই কারণেই কুকুরটিকে পিটিয়ে মেরে বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হল বলে জানিয়েছেন সাধারণ মানুষ৷
advertisement
advertisement
আরও পড়ুন: মোদির তথ্যচিত্র প্রদর্শনী ঘিরে দিকে দিকে গন্ডগোল, কোথাও ক্যাম্পাসে 'ঢিল', কোথাও বিক্ষোভ ঠেকাতে জলকামান
স্থানীয় মানুষরা বলেছেন, হলদিয়া থেকে মহিষাদলের হরিখালি পর্যন্ত প্রায় শতাধিক মানুষজন আক্রান্ত হয়েছে পাগল কুকুরের কামড়ে। যার জেরে কুকুরের কামড় ঘিরে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে মহিষাদলের গঙ্গামোড়, আনন্দপুর, কেশবপুর, কাপাসএড়্যা, স্কুলমোড়, হাইরোড, কাঞ্চনপুর জালপাই, তেরোপাড়া জালপাই এলাকায়। কামড় আর আতঙ্ক থেকে বাঁচতে কুকুরটিকে পিটিয়ে মারা হল বলে জানিয়েছেন এলাকার মানুষজন।
advertisement
কিন্তু এই ঘটনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও একটি প্রশ্নচিহ্ন উঠেছে৷ কারণ, অসুস্থ কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করা হলে এই সমস্যার সমাধান আগে থেকেই পাওয়া যেত৷ কিন্তু তা না করে হিংসাত্মক পথ কেন নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ এ ছাড়া কুকুরটিকে নৃশংস ভাবে হত্যা করে কেন কাঁধে ঘরে ঘোরানো হল, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal Cruelty: ছিঃ! কুকুরকে পিটিয়ে মেরে উল্লাসে মাতলেন এলাকাবাসী, কাঁধে ঝুলিয়ে মিছিল
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement