#বর্ধমান: স্টেথো ছেড়ে যে তাঁরা এমন নাচতেও পারেন তা না দেখলে বিশ্বাস করাই কঠিন। নাচের ভঙ্গিমায় টেক্কা দিতেই পারেন বলিউডের হার্টথ্রব যে কোনও নায়ক নায়িকাদের। বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জনগেটে নেচে মাত করলেন বর্ধমানের ডাক্তাররা। দিন দুপুরে রাজপথে ডাক্তারদের একের পর এক এমন নাচ দেখে অভিভূত পথ চলতি বাসিন্দারা। কাজ ভুলে নাচের মজা নিলেন অনেকেই। মোবাইল ক্যামেরা অন করে ভিডিও তুললেন টপাটপ।
তখন দুপুর আড়াইটে। হঠাৎই ছোগাড়া তারা রঙ্গিলা তারা গানে মুখরিত বর্ধমানের কার্জনগেট সংলগ্ন জিটিরোড। সবাইকে অবাক করে রাস্তায় নেমে পড়েছেন একদল তরুণ তরুণী। সকলেরই পরনে কালো প্যান্টের ওপর আকাশি টি শার্ট। গানের তালে নাচছেন তাঁরা পেশাদারি ঢঙে। স্বতঃস্ফূর্ততা তাদের প্রতিটি পদক্ষেপে।
নেচে বর্ধমান শহর মাত করে দেওয়া তরুণ তরুণীরা সকলেই বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক। বর্ধমান ডেন্টাল কলেজের বাৎসরিক অনুষ্ঠান সেনসেশন ২0২০ অনুষ্ঠিত হবে শীঘ্রই। তারই প্রচারে এই উদ্যোগ।
নাচে অংশ নেওয়া চিকিৎসক প্রত্যয়ী মন্ডল বললেন, ‘‘ডাক্তাররাও মানুষ। তারাও কাজের বাইরে নাচ গান করে। সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সম্পর্ক আরও সহজ করতেই এই ফ্ল্যাস ডান্স।’’ চিকিৎসক আমদাদুল হকের কথায়, ‘‘ডাক্তারদের সঙ্গে রোগীদের সম্পর্ক নিবিড় করতেই সকলের মাঝে আসা। আর এই ফ্লাস মবের মাধ্যমেই আমাদের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়ে গেল বলা যেতে পারে।’’
ডাক্তারদের নাচ এখন শহরজুড়ে বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে। তাঁরা বলছেন, ডাক্তার মানেই বুকে স্টেথো লাগানো সাদা অ্যাপ্রনের গম্ভীর মুখের ছবিই চোখের সামনে ভেসে ওঠে। তাঁরা যে এত সুন্দর সাবলীল ভাবে নাচতেও পারেন তা ভাবাই যায়নি।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Doctors, Viral Dance