Doctor Assaults lady: ভয়ঙ্কর! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ! হাসনাবাদে ডাক্তার দেখাতে এসে এ কী হাল তরুণীর!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Doctor Assaults lady patient in Hasnabad: মোবাইল ক্যামেরায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এই মহিলাকে, এমনই অভিযোগ!
অনুপম সাহা, হাসনাবাদ: ডাক্তার দেখাতে এসে নির্যাতনের শিকার হলেন এক মহিলা। ইঞ্জেকশন দেওয়ার নাম করে অজ্ঞান করে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল! হাসনাবাদ থানার বরুনহাটের এই ঘটনায় ব্যাপক শোরগোল।
শুধু তা-ই নয়, মোবাইল ক্যামেরায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এই মহিলাকে, এমনই অভিযোগ! হুমকি দিয়ে নাকি আদায় করা হয়েছে ৪ লক্ষ টাকাও।
আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন
শেষমেশ নির্যাতিতা হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম নুর আলম সর্দার।
advertisement
advertisement
মহিলার স্বামী জানান, তিনি কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। স্ত্রীর শরীর খারাপ হওয়ায় তিনি একাই এই স্থানীয় চিকিৎসক নুর আলমের কাছে যান। ডাক্তার ইনজেকশন দেওয়ার নাম করে অচৈতন্য হওয়ার ইনজেকশন দিয়ে মহিলাকে অচৈতন্য করে ধর্ষণ করে বলে অভিযোগ। দিনের পর দিন চলে এই ঘটনা। এবং আরও টাকার দাবি করে সেই ডাক্তার, এমনই অভিযোগ।
advertisement
এর পর মহিলা তাঁর স্বামীকে সব ঘটনা খুলে বলেন। স্বামী বাড়ি এসে ওই ডাক্তারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে হাসনাবাদ থানার পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2024 2:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctor Assaults lady: ভয়ঙ্কর! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ! হাসনাবাদে ডাক্তার দেখাতে এসে এ কী হাল তরুণীর!