Diwali 2024: দীপাবলিতে মানুষকে সচেতন করতে অভিনব উৎসবের আয়োজন, উদ্যোগ জানলে অবাক হবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Diwali 2024: পরিবেশ দূষণ রোধে মানুষকে সচেতন করতে সাত বছর ধরে হানিফ ফেস্টিভ্যালের আয়োজন চলো পাল্টাই কমিউনিটি নামে একটি সংগঠনের, উদ্যোগী যুবক যুবতীরা।
পশ্চিম মেদিনীপুর: আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলির আনন্দে মাতেন সারা দেশের মানুষ। বাড়িতে বাড়িতে প্রদীপ, মোমবাতি, বাহারি আলো জ্বালিয়ে দিনটিকে পালন করে আপামর বাঙালি। তবে এই আলোর উৎসবের আনন্দে মেতে উঠতে গিয়ে অনেকে শব্দবাজি ব্যবহার করেন। যা শুধু পরিবেশে বায়ু দূষণ নয়, দূষণ করে শব্দেরও। স্বাভাবিকভাবে পৃথিবীকে দূষণমুক্ত করতে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বেশ কয়েক বছর ধরে অভিনব উদ্যোগ নিয়েছে কয়েকজন যুবক-যুবতীরা। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতন করা আলোর উৎসবে পরিবেশ দূষণ নয়, আনন্দে মেতে ওঠার আহ্বান জানিয়ে বিশেষ উৎসব পালন যুবক-যুবতীদের।
সাধারণ মানুষের মধ্যে পুরনো ধারণা বদলাতে, পরিবেশ সম্পর্কে সচেতন করে মানুষকে আলোর উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়ে প্রায় সাত বছর ধরে ফানুস ফেস্টিভালের আয়োজন। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গত সাত বছর ধরে এই ফানুস ফেস্টিভালের আয়োজন করেছে চলো পাল্টাই কমিউনিটি। এলাকার বেশ কয়েকজন যুবক-যুবতী মিলে পরিবেশ সচেতনতায় গড়ে তুলেছিল এই সংগঠন। এরপর আলোর উৎসবে মানুষকে সচেতন করতে তাদের এই বিশেষ উৎসবের আয়োজন।
advertisement
advertisement
প্রতিবছর ধরে তাদের এই আয়োজন ক্রমশ বাড়ছে। এই বছরের আয়োজনে সকলে মিলে প্রায় দেড় হাজারেরও বেশি ফানুস উড়িয়েছে। এলাকার আট থেকে আশি সকলেই অংশ নিয়েছে এই উৎসবে। অন্যান্য মেলা অনুষ্ঠানের পাশাপাশি এই বিশেষ আয়োজন নজর কেড়েছে সকলের। প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের তরফে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারে বাধা রয়েছে। এই শব্দবাজি পরিবেশের নানাবিধ ক্ষতি করে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই ফানুস ফেস্টিভ্যালের আয়োজন। বিনামূল্যে এই ফানুস সকলের মধ্যে বিতরণ করে একই মাঠে ফানুস উড়িয়ে এই উৎসব পালন সংগঠনের।
advertisement
যুবক যুবতীদের এই উদ্যোগে শামিল হয়েছে পুলিশ প্রশাসনের অধিকর্তারা। সস্ত্রীক ফানুস উড়িয়ে আলোর উৎসব পালন করেছেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকও। স্বাভাবিকভাবে পরিবেশ রক্ষার যুবক-যুবতীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সমাজের প্রতি তাদের বার্তা এবং পরিবেশ সম্পর্কে সচেতনায় মুগ্ধ সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2024: দীপাবলিতে মানুষকে সচেতন করতে অভিনব উৎসবের আয়োজন, উদ্যোগ জানলে অবাক হবেন