South 24 Parganas News: গঙ্গাসাগরের পথে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা

Last Updated:

গত বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গতবছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তীব্র যানজট হয়েছিল ডায়মন্ডহারবার রোডে

ডায়মন্ডহারবার রোড
ডায়মন্ডহারবার রোড
গঙ্গাসাগর: সাগরমেলার পথে যানজট এড়াতে বিষেশ ব্যবস্থা গ্রহণ প্রশাসনের। আগামী ১৩ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার রোডে পণ্যবাহী গাড়ি চলাচলের উপর জারি করা হচ্ছে একাধিক বিধি-নিষেধ। যাতে গঙ্গাসাগর মেলামুখী পুণ্যার্থীদের গাড়ির ভিড়ে যানজট না হয় তার জন্যই এমন পদক্ষেপ।
গত বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গতবছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তীব্র যানজট হয়েছিল ডায়মন্ডহারবার রোডে। তীর্থযাত্রী বোঝাই বাস দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার অভিযোগ উঠেছিল সেসময়। এ বছর তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আগেভাগে ডায়মন্ডহারবার রোডের রাস্তার দু’ধার ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাস্তার দু’পাশে যাতে গাড়ি দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে পুলিশকে। তবে তারপরও যানজট আটকানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে একাংশের মধ্যে। গঙ্গাসাগর মেলার দিন ক্রমশ এগিয়ে আসছে। নানান জায়গা থেকে পূণ্যার্থীরা শহরে আসতে শুরু করেছেন। একে একে সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে। ফলে ডায়মন্ডহারবার রোডে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে। ১০ জানুয়ারির পরে এই চাপ আরও বাড়বে ধরে নিয়েই সমস্ত পরিকল্পনা করছে প্রশাসন। আর সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই যান চলাচলে জারি করা হচ্ছে একাধিক বিধি নিষেধ।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগরের পথে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement