North 24 Parganas News: ছোট্ট দ্বীপায়ন নিজেকে বাঁচাতেই নেমেছে লড়াইয়ে! আধো আধো বুলিতে জানাচ্ছে করুণ আকুতি

Last Updated:

ছোট্ট দ্বীপায়ন নিজেকে বাঁচাতেই নেমেছে এক অসম লড়াইয়ে! আদো আদো কথায় জানাচ্ছে এই আকুতি

+
দ্বীপায়ন

দ্বীপায়ন

উত্তর ২৪ পরগনা: ছোট্ট দ্বীপায়ন নিজেকে বাঁচাতেই নেমেছে এক অসম লড়াইয়ে। আধো আধো কথায়, তার আকুতি শুনে যে কারও চোখে জল আসতে বাধ্য। তার শরীরে বাসা-বাঁধা বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ২৭ কোটি টাকা। আর সেই অর্থ সংগ্রহেই বাবা-মায়ের সঙ্গে সমাজের নানা স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই খুদে বালক।মাত্র সাত বছরের দীপায়ন সাহা লড়ছে বিরল ও জটিল রোগ ডুচেন মাসকুলার ডিস্ট্রফি (DMD)-র বিরুদ্ধে।
এই রোগে ধীরে ধীরে পেশির শক্তি ক্ষয় হতে থাকে এবং শেষ পর্যন্ত চলাফেরা, শ্বাস-প্রশ্বাস – সবই কঠিন হয়ে পড়ে। চিকিৎসকদের মতে, রোগটি যত তাড়াতাড়ি ধরা পড়ে চিকিৎসা শুরু করা যায়, ততই বাড়বে বাঁচার সম্ভাবনা। কিন্তু সবচেয়ে বড় বাধা আর্থিক। দীপায়নের চিকিৎসার জন্য দরকার প্রায় ২৭ কোটি টাকা- যে চিকিৎসা ভারতে পাওয়া যায় না। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ওষুধের মাধ্যমেই সম্ভব চিকিৎসার। যার খরচ সাধারণ পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। নগরউখড়ার বাসিন্দা দীপায়নের বাবা মৃত্যুঞ্জয় সাহা পেশায় একজন টোটো চালক। দৈনিক আয়ের উপরই চলে সংসার। পরিবারের সমস্ত সঞ্চয় প্রায় শেষ, আত্মীয় পরিজনেরাও সবরকম ভাবে দ্বীপায়নের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাবা-মায়ের পাশাপাশি তাই ছোট্ট দ্বীপায়নও এখন নিজেকে সুস্থ করে তোলার জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছেই মাথা নত করে আবেদন করেছেন সাহায্যের।
advertisement
advertisement
তবে ২৭ কোটি সংখ্যাটা ছোঁয়ার জন্য প্রয়োজন অনেক অনেক মানুষের সাহায্য। ‘সবাই পাশে দাঁড়ালেদ্বীপায়ন বাঁচার একটি সুযোগ পাবে’, জানিয়েছেন দীপায়নের বাবা। কীভাবে সাহায্য করবেন দ্বীপায়নকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ছোট্ট দ্বীপায়ন নিজেকে বাঁচাতেই নেমেছে লড়াইয়ে! আধো আধো বুলিতে জানাচ্ছে করুণ আকুতি
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement