Dilip Ghosh: দূরে রইল দল, উদ্বোধনের দিনই সস্ত্রীক দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ দর্শনে! মন্দির ঘুরিয়ে দেখালেন কুণাল-অরূপ

Last Updated:

Dilip Ghosh: দিঘায় জগন্নাথ মন্দিরের বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। প্রশংসা করলেন মন্দিরের ভিতরের কাজের। দিলীপ ঘোষের এই মন্দির দর্শন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য বিজেপি।

জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ
জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ
দিঘা: অক্ষয় তৃতীয়ার দুপুরেই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হল। বুধবারই দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মন্দিরে ঢোকার পর দিলীপ ঘোষ ও স্ত্রী রিঙ্কু মজুমদারকে মন্দির ঘুরিয়ে দেখান তৃণমূল নেতা কুণাল ঘোষ ও অরূপ বিশ্বাস।
বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। প্রশংসা করলেন মন্দিরের ভিতরের কাজের। বলেন, ‘মন্দির উদ্বোধন হয়েছে। মানুষ দেখবে না কে উদ্বোধন করেছে। আমি রামের ভক্ত আমি জগন্নাথেরও ভক্ত। মানুষ মন্দিরে আসবে।’ দিলীপ ঘোষের এই মন্দির দর্শন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘পার্টির লাইন না মেনে মন্দিরে গেছেন দিলীপ ঘোষ। এটা ইগনোর করা উচিত ছিল।’
advertisement
আরও পড়ুন: তাঁকে ঘিরেই উত্তাল হয়েছিল ভারত-বাংলাদেশ, অবশেষে ৬ মাস পর জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের
বুধবার সকাল থেকে যজ্ঞ হয় মন্দিরে। সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করা হয়। দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে প্রথম সন্ধ্যারতিও করবেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলার একই স্কুল থেকে ISC-ICSE-তে জোড়া সম্ভাব্য প্রথম, সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলেছে। প্রকাশ্যে এসেছে, গর্ভগৃহে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা। সেই ‘বিশেষ মুহূর্তের’ সাক্ষী হতে দিঘার জগন্নাথ মন্দিরে বুধবার দেখা যেতে পারে নব দম্পতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে বলে জানিয়েছিলেন কুণাল ঘোষ। সেই কথায় সত্যি হল বিকেলে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: দূরে রইল দল, উদ্বোধনের দিনই সস্ত্রীক দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ দর্শনে! মন্দির ঘুরিয়ে দেখালেন কুণাল-অরূপ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement