বিধায়ক খুনে বিজেপি কর্মীরা জড়িত নন, স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ

Last Updated:
#বারুইপুর: সরস্বতী পুজোর উদ্বোধনে সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন ৷ একটি গুলিতেই এফোঁড়-ওফোঁড় হয়ে যায় বিধায়কের মাথা ৷ তড়িঘড়ি স্থানীয়রাই গুলিবিদ্ধ বিধায়ককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ এরপরই সত্যজিতকে খুনের ঘটনায় চলছে দোষারোপের পালা ৷ গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল ৷ সেই প্রসঙ্গেই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমনাত্মক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
সোমবার সকালে বারুইরপুরে দলীয় জেলা কার্যালয়ে এক কর্মী সভায় যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বিধায়ক খুনে বিজেপি কর্মীরা জড়িত নন ৷
কারণ হিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয় ৷ জোর করে বিজেপি নেতা কর্মীদের নাম জড়ান হচ্ছে ৷ মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করার চেষ্টা চলছে ৷ কিন্তু কোনওভাবেই বিজেপিকে রোখা যাবে না ৷’ সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় কোনওভাবেই জড়িত নয় বিজেপি ৷ সেকথা এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন দিলীপ ঘোষ ৷ কিন্তু তা স্বত্ত্বেও বিজেপিকে ইচ্ছেকৃতভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে আটকানোর চেষ্টা করা হলে রাস্তায় নেমে প্রতিবাদী মিছিল করবে গেরুয়া শিবির ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ৷
advertisement
advertisement
সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যেকোনও মানুষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা যায় ৷ তবে, সবসময় সেটাই সত্যি হয় যে, এমনটা নয় ৷ তদন্ত ছাড়াই মুকুল রায়ের বিরুদ্দে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যার জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন মুকুল রায় ৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়ক খুনে বিজেপি কর্মীরা জড়িত নন, স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement