পুলিশকে ‘তৃণমূলের ক্যাডার’ বলে কটাক্ষ করলেন দিলীপ

Last Updated:

জলপাইগুড়ির পর এবার বারুইপুর ৷ পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও রাজনৈতিক নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি ৷

#বারুইপুর: জলপাইগুড়ির পর এবার বারুইপুর ৷ পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও রাজনৈতিক নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি ৷ বারুইপুরে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার আগে বিজেপির অবস্থান বিক্ষোভের সভামঞ্চ থেকে তৃণমূলকে ফের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ একইসঙ্গে পুলিশকে ‘তৃণমূলের ক্যাডার’ বলে কটাক্ষ করলেন তিনি ৷
বিজেপির অবস্থান বিক্ষোভের সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন,
পুলিশ এখন আমাদের কর্মীদের প্রতি যে ব্যবহার করছে সেটা পুলিশের ব্যাবহার নয় ৷ এতে আর পুলিশের প্রতি সন্মান রাখা যাবে না ৷ বারুইপুরে যখন আমাদের দলীয় কার্যালয়ে আক্রমন হয়েছিল তখন আমি থাকলে কয়েক জনের মাথা ফাটিয়ে দিতাম ৷
advertisement
advertisement
দিলীপ আরও বলেন,
আমরা তৃণমূলের অপশাসন, গুন্ডাগিরির বিরুদ্ধে লড়াই করছি। প্রতিবাদ করছি ৷ কিন্তু গ্রামে আমাদের কর্মীরা থাকতে পারছেন না, জয়ী প্রার্থীরা থাকতে পারছেন না। আপনার পুলিশ প্রোটেকশন দিতে পারছে না। তাই, তাঁরা পালিয়ে এসে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। সেখানেও শান্তিতে থাকার অধিকার নেই ? তৃণমূলের গুন্ডারা ওখানেও চড়াও হচ্ছে। আমরা তাদের পালটা দিয়েছি বলে পার্টি অফিস থেকে কর্মীদের তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রেখেছেন।
advertisement
এর পাশাপাশি রাজ্য সভাপতি আগাম জানিয়ে দেন ,
পঞ্চায়েত নির্বাচনে ৪২ শতাংশ ভোটার ভোট দিতে পারেনি, আগামী লোকসভা ভোটে এই ৪২ শতাংশ মানুষ ভোট দেবে ৷ তখন আর দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ থাকবে ৷ আর তখনই পুলিশকে বুথে ঢুকতে দেবো না, এখানকার পুলিশকে বলব ভোট কেন্দ্র থেকে ১ কিমি দূরে চেয়ার নিয়ে বসে খৈনি খেতে।/p>
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশকে ‘তৃণমূলের ক্যাডার’ বলে কটাক্ষ করলেন দিলীপ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement