Dilip Ghosh on Dev: 'দম থাকলে পদত্যাগ করুক!' হঠাৎ দেবকে কেন চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দিলীপ ঘোষ বলেন, 'দেব মেদিনীপুরের ছেলে, ভাল ছেলে, কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে?'
এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল সাংসদ দেব৷ ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হওয়ার জন্যই তারকা সাংসদকে নিশানা করেছেন বিজেপি নেতা৷ এমন কি, তৃণমূলের চাপেই দেব বাধ্য হয়ে ভোটে দাঁড়াচ্ছেন বলেও দাবি করেছেন দিলীপ৷ দেবকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা৷
ঘাটালের তারকা সাংসদকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘দেব প্রত্যেক বারই ভোটে দাঁড়ানোর সময় বলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতি ছেড়ে দেবেন৷ আবারও তিনি ভোটে দাঁড়ান৷ দেব মেদিনীপুরের ছেলে, ভাল ছেলে, কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে?’
তারকা সাংসদকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, ‘কার চাপে রাজনীতি করছেন, বার বার কেন ঘাটালের মানুষকে ধোকা দিচ্ছেন? ঘাটালের মানুষ তো প্রশ্ন তুলবেই যে প্রত্যেক বছর কেন বাড়ি থেকে বেরিয়ে কোমর জলে হাঁটতে হবে?’
advertisement
advertisement
তৃণমূলই দেবকে জোর করে ভোটে দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করে দিলীপ বলেন, ‘তৃণমূলের লোকেরাই ওঁর নাম গরু চুরির টাকার সঙ্গে জড়িয়েছিল৷ তৃণমূলের চাপেই বাধ্য হয়ে দেব ভোটে দাঁড়াচ্ছেন৷ কারণ ভোটে না দাঁড়ালে ওঁর ছবি মুক্তি পাবে না, শ্যুটিং বন্ধ হয়ে যাবে৷ মেদিনীপুরের লোক একবেলা মুড়ি পান্তা খেয়ে বেঁচে থাকে, কিন্তু মাথা নিচু করে না৷ দম থাকলে পদত্যাগ করে দেখাক৷’ যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দেব অথবা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 8:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh on Dev: 'দম থাকলে পদত্যাগ করুক!' হঠাৎ দেবকে কেন চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ?