জঙ্গলমহলের এই গ্রামের শিশুরাও এখন মেতেছে ‘মাউস’-এর খেলায় !
Last Updated:
আদিবাসী এই গ্রামে যেখানে আগে কোনও স্কুলই ছিল না ৷ সেখানের খুঁদেরাও এখন মজেছে কম্পিউটারের ‘মাউস’-এ ৷
#পুরুলিয়া: দেশজুড়ে এখন যেন চলছে ডিজিটাল বিপ্লব ৷ ছোট ছোট শিশুরাও এখন সহজেই মোবাইল চালাতে পারে ৷ একটু বড় হলেই ল্যাপটপ বা ডেস্কটপ শিখতেও বিশেষ সময় লাগে না তাদের ৷ কিন্তু এ তো গেল শহরের শিশুদের কথা ৷ গ্রামের ছবিটা কি আদৌ এরকম ? এরাজ্যের জঙ্গলমহলের একটা ছবি দেখলে কিন্তু সেখানকার শিশুদের নিয়েও যথেষ্ট আশাবাদী হওয়া যেতেই পারে ৷ কারণ আদিবাসী এই গ্রামে যেখানে আগে কোনও স্কুলই ছিল না ৷ সেখানের খুঁদেরাও এখন মজেছে কম্পিউটারের ‘মাউস’-এ ৷
তীর-ধনুক চালানো, ঢোল-ধামসা বা ছৌ নাচের চেয়ে এই প্রজন্মের শিশুদের কাছে কম্পিউটারই বেশি আকর্ষণের ৷ খেলার ছলেই কম্পিউটার ঘাটতে ঘাটতে অনেক কিছু শিখে যায় তারা ৷ পুরুলিয়া জেলার জঙ্গল মহলের বাগমুন্ডি থানা এলাকার গ্রাম লওয়াকুই ৷ পাহাড়ের কোলে এই গ্রামকেই এখন ডিজিটাল করার স্বপ্ন দেখছে এক স্বেচ্ছাসেবি সংস্থা ৷ কয়েক বছরের চেষ্টাতেই ধীরে ধীরে গড়ে উঠেছে একটি স্কুল ৷ সেখানেই মাউস হাতে দেখা যাচ্ছে কচি-কাঁচাদের ৷ ‘এ বি সি ডি’ অথবা ‘অ আ ই ঈ’ সবই কম্পিউটারে শিখছে শিশুরা ৷ এছাড়া ‘পেন্ট’-এ গিয়ে আঁকাও এখন ডিজিটাল পদ্ধতিতে শিখছে শিশুরা ৷ স্কুলে পড়ার পাশাপাশি এই কম্পিউটার শিক্ষাও এখন যথেষ্ট মনে ধরেছে জঙ্গলমহলের শিশুদের ৷ স্কুল ছুটির পর বাড়ির গবাদি পশু বা ছাগল নিয়ে আর গ্রাম সংলগ্ন মাঠে যেতে দেখা যায় না এই ছেলেমেয়েদের ৷ এতে স্বভাবতই খুশি পড়ুয়াদের বাবা-মা এবং স্বেচ্ছাসেবি সংস্থার কর্মীরাও ৷ ডিজিটাল ইন্ডিয়া কী ? সেটা এদের জানা নেই ৷ কিন্তু নিজেদের অজান্তেই যেন ‘ডিজিটাল গ্রাম’ গড়ে উঠেছে পুরুলিয়ার লওয়াকুই গ্রামে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2016 7:30 PM IST