Rath Yatra in Digha: পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে শুরু দিঘার রথ যাত্রা উৎসব, জানেন কী করা এই বিশেষ শোভাযাত্রায়
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
থাকে জমকালো আয়োজন৷ এই শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র, মন্ত্র পাঠ এবং ভক্তদের উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। পাহান্ডি বিজয় রথযাত্রার একটি অপরিহার্য অংশ এবং এটি দেবতাদের রথে আরোহণের প্রস্তুতি হিসেবে ধরা হয়। ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেয় এবং দেবতাদের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
দিঘা: পাহান্ডি বিজয় হল রথযাত্রা উৎসবের একটি অংশ, যেখানে জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা দেবতাকে মূল মন্দির থেকে রথে স্থাপন করার জন্য বের করে আনা হয়। এই বিশেষ শোভাযাত্রাটি ‘পাহান্ডি’ নামে পরিচিত, যা এক ধরনের আনুষ্ঠানিক যাত্রা। আরও বিস্তারিতভাবে, পাহান্ডি বিজয় হল একটি বিশেষ শোভাযাত্রা: এই শোভাযাত্রায় জগন্নাথ, বলভদ্র, শুভদ্রা ও সুদর্শন চক্রকে মন্দির থেকে বের করে রথের দিকে নিয়ে যাওয়া হয়।
থাকে জমকালো আয়োজন৷ এই শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র, মন্ত্র পাঠ এবং ভক্তদের উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। পাহান্ডি বিজয় রথযাত্রার একটি অপরিহার্য অংশ এবং এটি দেবতাদের রথে আরোহণের প্রস্তুতি হিসেবে ধরা হয়। ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেয় এবং দেবতাদের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। সংক্ষেপে, পাহান্ডি বিজয় হল রথযাত্রার আগে দেবতাদের রথে আরোহণের জন্য এক বিশেষ শোভাযাত্রা যা ভক্তি ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়।
advertisement
আরও পড়ুন: সেজে উঠেছে মাসির বাড়ি, মাটির ভাঁড়ে অর্পণ করা হবে ৫৬ ভোগ, থাকছে অন্নভোগ পাওয়ার ব্যবস্থাও
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘সকাল ৯টা থেকে পুরোহিতরা নিজেদের পুজোপাঠ শুরু করবেন নিয়ম অনুযায়ী। দর্শকেরা জগন্নাথধাম দেখতে পারবেন ৯.৩০টা থেকে। মানুষ আসুক, মন্দির খোলা থাকবে। মূল বিগ্রহ মন্দিরেই থাকবে। রাতেই রথ লাগিয়ে দেওয়া হবে। ২টো থেকে ২.৩০টা পর্যন্ত আরতি হবে। ৪.৩০টের সময় রথযাত্রা শুরু হবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে তাই এই ব্যবস্থা করা হয়েছে। হোল্ডিং এরিয়া করে দেওয়া হচ্ছে। রথ যাওয়ার পথে থামবে, মানুষ দেখতে পারবেন। ব্যারিকেডের সঙ্গে দড়ি ছোঁয়ানো থাকবে। দড়ি স্পর্শ করা যাবে৷”
advertisement
মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনাদের সহযোগিতা কাম্য। শুভকামনা চাইব কারণ এটা আমরা প্রথমবার করছি। দিঘার জগন্নাথধামে জগন্নাথদেব কাল মাসির বাড়ি যাবে। এবং উল্টোরথে আবার ফিরে আসবে। উভয় যাত্রাই যেন শান্তিপূর্ণ হয় সেই কামনা করছি। আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের সহযোগিতা চাইছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 27, 2025 9:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra in Digha: পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে শুরু দিঘার রথ যাত্রা উৎসব, জানেন কী করা এই বিশেষ শোভাযাত্রায়