Digha Kolkata Road: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! সেতু ঠিক হবে কবে, জানিয়ে দিল প্রশাসন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Digha Kolkata Road: রবিবার দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রশাসনের দাবি।
কাঁথি: রাতভর তৎপরতার সঙ্গে রাস্তা সারাইয়ের কাজ চলেছে। কলকাতা-দিঘা সরাসরি যাওয়ার রাস্তা খুলবে আজই! দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিসদায় কালভার্ট সেতু ভেঙে যাওয়ায় শনিবার দুপুর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙা কালভার্ট সেতু মেরামতের কাজ শনিবার থেকেই চলছে।
advertisement
আজ, রবিবার দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রশাসনের দাবি। রাস্তার কাজ শেষের পথে। জানা গিয়েছে, প্রথমে ছোট গাড়িগুলোকে ছাড়া হবে, তারপরে বড় গাড়িগুলোকে ছাড়া হবে। রবিবার বেসরকারি বাস এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, শুধুমাত্র সরকারি বাস গুলি চলছে।
advertisement
advertisement
দিঘা থেকে কলকাতাগামী বাস গুলিকে কাঁথি থেকে এগরা হয়ে বাজকুল ও কালিনগর দিয়ে ঘোরানো হচ্ছে। দিঘাগামী বাস গুলিকে হেড়িয়া ইটাবেরিয়া এগরা হয়ে ঘোরানো হচ্ছে। ঘুরপথে অতিরিক্ত সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে দুপুরের মধ্যেই রাস্তা চালু হবে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 11:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Kolkata Road: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! সেতু ঠিক হবে কবে, জানিয়ে দিল প্রশাসন