Digha Kolkata Road: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! সেতু ঠিক হবে কবে, জানিয়ে দিল প্রশাসন

Last Updated:

Digha Kolkata Road: রবিবার দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রশাসনের দাবি।

কবে খুলবে রাস্তা?
কবে খুলবে রাস্তা?
কাঁথি: রাতভর তৎপরতার সঙ্গে রাস্তা সারাইয়ের কাজ চলেছে কলকাতা-দিঘা সরাসরি যাওয়ার রাস্তা খুলবে আজই! দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিসদায় লভার্ট সেতু ভেঙ যাওয়ায় শনিবার দুপুর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙা কালভার্ট সেতু মেরামতের কাজ শনিবার থেকেই চলছে।
advertisement
আজ, রবিবার দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রশাসনের দাবি। রাস্তার কাজ শেষের পথে। জানা িয়েছে, প্রথমে ছোট গাড়িগুলোকে ছাড়া হবে, তারপরে বড় গাড়িগুলোকে ছাড়া হবে। রবিবার বেসরকারি বাস এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, শুধুমাত্র সরকারি বাস গুলি চলছে।
advertisement
advertisement
িঘা থেকে কলকাতাগামী বাস গুলিকে কাঁথি থেকে এগরা হয়ে বাজকুলকালিনগর দিয়ে ঘোরানো হচ্ছে। িঘাগামী বাস গুলিকে হেড়িয়া ইটাবেরিয়া এগরা হয়ে ঘোরানো হচ্ছেঘুরপথে অতিরিক্ত সময়অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরতবে দুপুরের মধ্যেই রাস্তা চালু হবে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Kolkata Road: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! সেতু ঠিক হবে কবে, জানিয়ে দিল প্রশাসন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement