Digha Jagannath Mandir Prasad: শুরু হয়ে গেল দিঘা জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ বিতরণ, প্যাড়া-গজা হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:PANKAJ DASHRATHI
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার রামনগর ১ব্লকের দিঘার হেলিপেড গ্রাউন্ডে ‘দুয়ারে রেশনের মাধ্যমে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হল প্রসাদের প্যাকেট।
দিঘা: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রথের আগেই শুরু হয়ে গেল বাড়ি বাড়ি প্রসাদ বিতরণের কাজ। একেবারে বিডিও- বিধায়কদের উপস্থিতিতে শনিবার থেকে শুরু হল প্রসাদ বিতরণ।পূর্ব মেদিনীপুর জেলার মোট ১২ লক্ষ পরিবার রয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি যাতে জগন্নাথের প্রসাদের প্যাকেট পৌঁছায় সে ব্যাপারে নজর রাখেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিধায়করা। শুক্রবার প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ ব্লকেই শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ। বাকি ব্লক গুলিতে শনিবার থেকে শুরু হল প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণের জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়েছে মাইকিং প্রচার। দুয়ারে রেশনের জন্য যেখান থেকে রেশন সামগ্রী বন্টন করা হয় সেখান থেকেই প্রতিটি পরিবারের হাতে একটি করে প্রসাদের বক্স তুলে দেওয়া হয়।
শনিবার সকালে পটাশপুর ১ব্লক ও ২ব্লক এলাকায় প্রসাদ বিতরণ করতে উপস্থিত হন স্থানীয় বিধায়ক উত্তম বারিক ও বিডিও পটাশপুর ১ বিধানচন্দ্র বিশ্বাস। এদিন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ১২টি রেশন দোকানে শুরু হয় প্রসাদ বিতরণ। একেবারে সকাল সকাল লাইন দিয়ে প্রসাদ নিতে দেখা যায় মানুষকে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিকভাবে ৭ লক্ষ প্রসাদের প্যাকেট তৈরি করা হয়েছে। সেগুলি জেলার ২৫ টি ব্লক এবং পাঁচটি পৌরসভা এলাকার প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করা হবে। জেলার দক্ষ মিষ্টান্ন কারিগরদের দিয়ে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে তৈরি করা হয়েছে জগন্নাথের প্রসাদি প্যাড়া এবং গজা। প্যাকেটের মাধ্যমে প্যাড়া এবং গজার পাশাপাশি থাকছে একটি করে জগন্নাথের ছবিও।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার রামনগর ১ব্লকের দিঘার হেলিপেড গ্রাউন্ডে ‘দুয়ারে রেশনের মাধ্যমে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হল প্রসাদের প্যাকেট।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি,রামনগর ১ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরিবার গুলোর হাতে এই মহাপ্রসাদ পেয়ে খুশি।
advertisement
পঙ্কজ দাশ রথী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 10:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Mandir Prasad: শুরু হয়ে গেল দিঘা জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ বিতরণ, প্যাড়া-গজা হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ