Digha Hotel: দিঘার হোটেলে মেয়েদের এনে...! বাথরুমে আটকে রাখা, তারপর মৃত্যু! ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Digha Hotel: এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।
দিঘা: পুজোর মরশুমে দীঘায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিতর্ক! অবৈধ কারবার এবং তার বখরার ভাগ বাটোয়ারকে ঘিরেই গন্ডগোলের সূত্রপাত এবং কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে দিঘায়। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘা জুড়ে।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। ঘটনার পরপরই অন্যতম অভিযুক্ত হোটেল মালিক তারক বেরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্বপন কুমার দাস (৩৮), বাড়ি রামনগর থানার বর রাকুয়া গ্রামে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিঘা মোহনা কোস্টাল থানার ঢিল ছোঁড়া দুরত্বে কয়েক বছর ধরে সি প্যারাডাইস হোটেলে চলে অবৈধ মধুচক্রের আসর। পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ ব্যবসা রমরমিয়ে কয়েক বছর ধরে চলছে।
advertisement
জানা গিয়েছে, স্বপন দাস ওই হোটেলে কর্মচারী ছিলেন। অবৈধ মধুচক্রের ব্যবসার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে স্বপনকে বেধড়ক মারধর করে হোটেলের বাথরুমে ভিতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসে দিঘা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রাজু মণ্ডল বলে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Hotel: দিঘার হোটেলে মেয়েদের এনে...! বাথরুমে আটকে রাখা, তারপর মৃত্যু! ভয়ঙ্কর ঘটনা