সমুদ্র সৈকতে মধুচক্রের আখড়া... গ্রেফতার মূল পান্ডা! দিঘা-মন্দারমণিতে বাড়ছে আতঙ্ক

Last Updated:

সৈকত শহর দিঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।

পঙ্কজ দাশরথী, দিঘা: সৈকত শহর দিঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।
দিন কয়েক আগে মন্দারমণি ও দিঘা মোহনা এলাকায় মধুচক্রে আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেন। মন্দারমণির বুকেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর৷ তাও আবার বড় দুটি হোটেলের ঘর ভাড়া করে চলছিল এই কারবার৷ শেষ পর্যন্ত মধুচক্রের এই পর্দাফাঁস হয় পুলিশি অভিযানে৷ ঘটনাস্থল থেকেই ৬ জন যুবতী সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ তার এক সপ্তাহ না যেতেই আবার এই কাণ্ড।
advertisement
মন্দারমণির দুটি হোটেলে যে এই ধরনের কুকীর্তি চলছিল, অনেক দিন ধরেই সেই খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো তক্কে তক্কেই ছিলেন পুলিশকর্মীরা৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে মন্দারমণি উপকূল থানার পুলিশ ওই দুটি হোটেলে হানা দেয়৷ হোটেলের ঘর থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েক জন যুবক যুবতীকে৷ বারবার এ ধরনের ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন পর্যটকেরা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমুদ্র সৈকতে মধুচক্রের আখড়া... গ্রেফতার মূল পান্ডা! দিঘা-মন্দারমণিতে বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement