Digha Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড দিঘায়, বিধ্বংসী আগুন লাগে মোহনার মাছের গোডাউন-সহ একাধিক স্টলে

Last Updated:

মঙ্গলবার দিঘা মোহনার মাছের গোডাউন-সহ আশপাশের একাধিক স্টলে আচমকাই বিধ্বংসী আগুন লাগে।

#দিঘা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিঘায়! মঙ্গলবার দিঘা মোহনার মাছের গোডাউন-সহ আশপাশের একাধিক স্টলে আচমকাই বিধ্বংসী আগুন লাগে।
দীর্ঘদিন ধরে মাছের থার্মোকলের বাক্স এবং নানা জিনিস পত্র দিয়ে পুকুর ভরাটের চেষ্টা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মজুত থাকা থার্মোকলেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন ও আশপাশের একাধিক দোকানে। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তিই নাকি থার্মোকলে আগুন লাগায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবা করছেন। প্রথমে স্থানীয় মানুষজন এবং পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেও নিউ দিঘার একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
advertisement
অন্যদিকে, গরমে দিঘায় বেড়াতে যাওয়ার জন্য সামার স্পেশ্যাল ট্রেন চালু করল ভারতীয় রেল। শনি এবং রবি, সপ্তাহে দু-দিন এই স্পেশ্যাল ট্রেন ছুটবে সাঁতরাগাছি থেকে দিঘা এবং দিঘা থেকে সাঁতরাগাছি। আগামিকাল ২৮ মে শনিবার সকাল ৯'টায় প্রথম গড়াবে সামার স্পেশ্যাল ট্রেনের চাকা। সকাল ৯.১০ মিনিটে ছাড়বে সাঁতরাগাছি থেকে। দিঘা থেকে ফের সেই ট্রেন সাঁতরাগাছির দিকে রওয়া দেবে দুপুর ১.১০ মিনিটে। দিঘা সামার স্পেশ্যাল প্রতি রবিবার  সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে সকাল ৮.১০ মিনিটে। দিঘা থেকে ফের সেই ট্রেন সাঁতরাগাছির দিকে রওয়া দেবে দুপুর ১.১০ মিনিটে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে দু'দিন শনি এবং রবিবার এই ট্রেন চালানো হবে গরমের ছুটিতে যাত্রী চাপ সামাল দিতে। ট্রেনের স্টপেজ দেওয়া হবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথিতে। ২৮ মে থেকে শুরু হয়ে এই পরিষেবা চালু থাকবে ১০ জুলাই পর্যন্ত।
advertisement
advertisement
Sujit Bhoumik
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড দিঘায়, বিধ্বংসী আগুন লাগে মোহনার মাছের গোডাউন-সহ একাধিক স্টলে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement