দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সুরক্ষায় নয়া পদক্ষেপ প্রশাসনের

Last Updated:

কাজের চাপে উইকডেজে নাভিশ্বাস ওঠে শহরবাসীর ৷ শুক্রবার হতেই আবার একটু হালকা মেজাজ ৷ মনের মানুষ কিংবা বন্ধু বান্ধব হোক ৷ দু’টো দিনের জন্য অনেকেই বেরিয়ে পড়েন কাছে পিঠে ৷

#দিঘা: কাজের চাপে উইকডেজে নাভিশ্বাস ওঠে শহরবাসীর ৷ শুক্রবার হতেই আবার একটু হালকা মেজাজ ৷ মনের মানুষ কিংবা বন্ধু বান্ধব হোক ৷ দু’টো দিনের জন্য অনেকেই বেরিয়ে পড়েন কাছে পিঠে ৷ শহরের অদূরে কাছের ভ্রমণ ডেস্টিনেশন বলতেই প্রথমেই মনে পড়ে দিঘা-মন্দারমণি কিংবা তাজপুরের নাম ৷ কিন্তু এবার সেই কাছের ডেস্টিনেশনেও চলছে কড়া নজরদারি ৷ দিঘায় জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ার কারণে পর্যটকদের সমুদ্রে নামার ওপর চলছে কড়া নজরদারি ৷
প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্রে নামার উপর কড়া নজরদারি চলছে ৷ মাছ ধরতে মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এমনকী, যারা মাছ ধরতে গিয়েছেন তাদেরকেও ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷
advertisement
advertisement
অন্যদিকে,সমুদ্রে দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ৷ দিঘা, তাজপুর, মন্দারমণি ও উদয়পুরের সমুদ্রে এবার থেকে সীমারেখার নিশনা করা থাকবে ৷ সমুদ্রে নির্দিষ্ট দূরত্বে থাকবে হলুদ রঙের বেলুন ৷ দূর থেকে দেখা যাবে হলুদ রঙের বেলুন ৷ বেলুন পেরিয়ে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করলেই পুলিশের জালে পড়তে পারেন আপনিও ৷
advertisement
একের পর এক মৃত্যুর জেরে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছিল ৷ তাই সমুদ্র স্নানে পর্যটকদের সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিল প্রশাসন ৷ দিঘা, উদয়পুর, মন্দারমণি, তাজপুর সমুদ্র সৈকতে গত এক সপ্তাহে জলে ডুবে প্রাণ হারিয়েছেন অনেকেই ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সুরক্ষায় নয়া পদক্ষেপ প্রশাসনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement