রাস্তা বেহাল, পানীয় জলের সমস্যায় দুর্ভোগ, বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দিদির দূত
- Published by:Debalina Datta
- Written by:Saradindu Ghosh
Last Updated:
রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতের আদমপুরে মা বিশালাক্ষ্মীর মন্দিরে পুজো দিয়ে দিদির দূত হিসেবে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যান।
#বর্ধমান: দিদির দূত হিসেবে নিজের বিধানসভা এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়লেন রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। শনিবার তিনি রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতের আদমপুরে মা বিশালাক্ষ্মীর মন্দিরে পুজো দিয়ে দিদির দূত হিসেবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন ।
সকাল থেকে কর্মসূচি ঠিক ভাবে চললেও তাল কাটে বড়বৈনানের মণ্ডলপাড়ায় যাওয়ার পর।এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন।
advertisement
advertisement
এর আগে পূর্ব বর্ধমানের গলসীতে এলাকার বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিধায়ক নেপাল ঘড়ুইকে।দিদির সুরক্ষা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিদির দূত।বিক্ষোভের মুখে পরে গ্রাম থেকে ফিরে যেতে হয় বিধায়ক নেপাল ঘোড়ুইকে।
advertisement
গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের সেই ঘটনা ঘটেছিল। এবার রায়নায় ক্ষোভের মুখে পড়লেন সভাধিপতি।
গ্রামবাসীদের অভিযোগ,ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নানান অভাব অভিযোগের কথা একাধিকবার স্হানীয় প্রশাসন পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা হয়নি।গ্রামের অনেক মানুষ আবাস যোজনায় বাড়ি পাননি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার মান খারাপ। রাস্তাঘাট মাসের পর মাস বেহাল হয়ে পড়ে রয়েছে। বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। এলাকায় বহু বহু মানুষ পানীয় জলের সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। বিধায়ককে কাছে পেয়ে সেই সব সমস্যার কথা জানানো হয়।
advertisement
জানা গিয়েছে,শনিবার তিনি রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতের আদমপুরে মা বিশালাক্ষ্মীর মন্দিরে পুজো দিয়ে দিদির দূত হিসেবে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যান। বড়বৈনানের মণ্ডলপাড়ায় এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন। সভাধিপতি শম্পা ধারা তাঁদের জানান, অভাব অভিযোগ জানানোর জন্য সুনির্দিষ্ট অ্যাপ রয়েছে। সেই অ্যাপে গ্রামবাসীদের সমস্যার কথা উল্লেখ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তা বেহাল, পানীয় জলের সমস্যায় দুর্ভোগ, বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দিদির দূত