Dibyendu Adhikari News: হলদিয়া মেলায় আমন্ত্রণ পেলেন না দিব্যেন্দু অধিকারী, ‘ওসব ভাবার সময় নেই’, বললেন তিনি
- Published by:Uddalak B
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dibyendu Adhikari News: বললেন, আমাকে প্রয়োজন পড়েনি তাই ওরা হয়তো ডাকেনি। মেলার উদ্যোক্তারা আমাকে আমন্ত্রণ জানালে ওঁরা হয়তো ভেবেছেন ওঁদের অস্বস্তি বাড়বে।
কলকাতা: হলদিয়া মেলার আমন্ত্রণ বিতর্ক নিয়ে মুখ খুললেন দিব্যেন্দু অধিকারী। সরকারি উদ্যোগে হলদিয়ায় মেলার আয়োজন। সেখানে এলাকার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল ছাড়া জেলার সমস্ত জনপ্রতিনিধি ও রাজ্য স্তরের তৃণমূল নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ব্রাত্য থাকলেন এলাকার সাংসদ দিব্যেন্দু অধিকারীও।
হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে সংহতি ময়দানে শুক্রবার থেকে শুরু হল হলদিয়া মেলা। অথচ যে সংসদীয় এলাকার মধ্যে এই মেলা হচ্ছে সেটি দিব্যেন্দু অধিকারীর লোকসভা কেন্দ্র। তৃণমূলের টিকিটে জেতা তমলুকের সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব বাড়লেও খাতায়-কলমে তিনি এখনও তৃণমূলের সাংসদ। যদিও উদ্বোধনী অনুষ্ঠান পত্রে সেই দিব্যেন্দু অধিকারীর নাম নেই। মেলার উদ্বোধনের দিনও দেখা মিলল না তাঁর।
advertisement
যদিও সশরীরে দিব্যেন্দু অধিকারীকে এদিন দেখা না গেলেও মেলা প্রাঙ্গণে তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েলের বিশাল প্যাভেলিয়নে একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৎকালীন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি হলদিয়া রিফাইনারির একটি নতুন ইউনিট উদ্বোধনের সময় একটি অনুষ্ঠানে একই সারিতে দেখা গেল দিব্যেন্দু অধিকারীকেও।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!
নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যেন্দু অধিকারী বললেন,' আমাকে প্রয়োজন পড়েনি তাই ওরা হয়তো ডাকেনি। মেলার উদ্যোক্তারা আমাকে আমন্ত্রণ জানালে ওঁরা হয়তো ভেবেছেন ওঁদের অস্বস্তি বাড়বে। তাই হয়ত আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাতে আমার কিছু যায় আসে না'। দিব্যেন্দু অধিকারী এও বলেন, 'আমাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দুঃখও পাইনি। আমার এলাকার মানুষের সঙ্গে আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। কে আমন্ত্রণ জানালো, আর কে জানালো না, ওসব ভাবার আমার সময় নেই। আমি সাধারণ একজন মানুষ হিসেবে মেলা দেখতে যাব'।
advertisement
মেলার উদ্যোক্তা তথা শাসকদলকে খোঁচা দিয়ে বিরোধীরা বলছে,' বাংলায় যে সরকার চলছে এটা সরকার নয়, সরকারের চেয়ারে বসে একটি রাজনৈতিক দল সেই দল পরিচালনা করছে। যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপদজনক'। যদিও দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া মেলার অনুষ্ঠানে আমন্ত্রণে ব্রাত্য রাখার নেপথ্যে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা,' তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় রাজনৈতিক কারণে এলাকার বিজেপি বিধায়ককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু এলাকার তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব বাড়লেও তিনি তো এখনও তৃণমূলেরই সাংসদ। তবে যেহেতু তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, সে কারণেই দিব্যেন্দু অধিকারীর নাম সরকারিভাবে আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 6:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dibyendu Adhikari News: হলদিয়া মেলায় আমন্ত্রণ পেলেন না দিব্যেন্দু অধিকারী, ‘ওসব ভাবার সময় নেই’, বললেন তিনি