মানবাজারে ডায়েরিয়ার থাবা, বৃদ্ধের মৃত্যু
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
ডায়েরিয়ার ঘটনায় আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে মানবাজার গ্রামীণ হাসপাতাল ও পুঞ্চা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে ইতিমধ্যেই এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে
পুরুলিয়া, শান্তনু দাস: বর্ষার মধ্যেই ডায়েরিয়ার প্রকোপ। পুরুলিয়া জেলার মানবাজার-১ ব্লকের পাথরকাটা গ্রামে ডায়েরিয়ার প্রকোপে রীতিমত উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই গ্রামের একাধিক পরিবার ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে একজনের।
এই ডায়রিয়ার ঘটনায় আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে মানবাজার গ্রামীণ হাসপাতাল ও পুঞ্চা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে ইতিমধ্যেই এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই পাথরকাটা গ্রামে যান মানবাজার-১ ব্লকের বিডিও দেবাশিস ধর ও পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি।
আরও পড়ুন: রেল লাইনের ধার দিয়ে হাঁটছিলেন, তীব্র গতিতে এসে দূরপাল্লার ট্রেনের ধাক্কা!
এই প্রসঙ্গে বিডিও দেবাশিস ধর জানান, মৃত ব্যক্তির নাম লোম্বস হেমব্রম (৭২)। ডায়েরিয়া আক্রান্ত হয়ে তিনি মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয় তাঁর। বিডিও জানান, ওনারা গ্রামের সোলার পাম্পের এবং একটি টিউবকলের জল খেয়েছেন। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি সেই জল থেকেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আমরা গ্রামে গিয়ে গ্রামবাসীদের আপাতত সেই জল খেতে নিষেধ করেছি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মানবাজার ব্লক প্রশাসনিক আধিকারিকদের পাশাপশি স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরাও গ্রামে পৌঁছান। পানীয় জল থেকে শুরু করে গ্রামের পুকুরের জল সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্বাস্থ্য দফতরের তরফেও গ্রামে নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 9:06 PM IST