South 24 Parganas News: ডায়মন্ড হারবার স্টেশনের পাশে তৈরি হওয়া নতুন বিল্ডিং ঘিরে যাত্রীদের মধ্যে চরম কৌতূহল! পর্দা ফাঁস করল লোকাল-১৮
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ডায়মন্ড হারবার রেলস্টেশনের তিন নম্বর প্লাটফর্মের পাশে তৈরি হচ্ছে নতুন ভবন
ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার রেলস্টেশনের তিন নম্বর প্লাটফর্মের পাশে তৈরি হচ্ছে নতুন ভবন। আর যা নিয়ে সাধারণ মানুষজনের রয়েছে বিভিন্ন প্রশ্ন। সেখানে ঠিক কি হতে চলেছে তা নিয়ে নিত্যযাত্রীরা বিভিন্ন রকম ভাবনা ভাবছেন। আসলে এই নতুন রুমে রেলের কর্মীরা থাকবেন। গ্রুপ ডি কর্মীরা থাকবেন। এই রুম তৈরি হওয়ার ফলে তাদের সুবিধা হবে। এতদিন সেভাবে থাকার মত পরিস্থিতি ছিলনা। এবার সেখানে তারা বিশ্রাম নিতে পারবেন।
এছাড়াও জরুরি পরিস্থিতিতে যাত্রীরাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে রেলের অনুমতি লাগবে। নতুন ভবনের দুটি রুমের একটি এই কাজে ব্যবহার করা হবে। অপর একটিতে সবসময় থাকবেন কর্মীরা। বর্তমানে নতুন এই ভবন নির্মাণ নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। যাতায়াতের পথে অনেকেই সেই ভবনের নির্মাণ কাজ দেখে যাচ্ছেন। এই কাজ প্রায় শেষের দিকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাজ শেষ হলেই ডায়মন্ড হারবার রেলস্টেশনে আরও একটি নতুন পালক যুক্ত হবে। জোরকদমে এই কাজ চলছে। এই ভবনটিতে পানীয় জল ও সুলভ শৌচালয়ের ব্যবস্থাও থাকবে। ফলে খুশি সকলেই। এখন অপেক্ষা ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 3:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ডায়মন্ড হারবার স্টেশনের পাশে তৈরি হওয়া নতুন বিল্ডিং ঘিরে যাত্রীদের মধ্যে চরম কৌতূহল! পর্দা ফাঁস করল লোকাল-১৮