ডায়মন্ডহারবারে নজরদারি বাড়াতে ৮০০টি সিসিটিভি বসালো পুলিশ
Last Updated:
দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার পুলিশ জেলায় বসানো হল ৮০০টি সিসিটিভি ক্যামেরা। বিষ্ণুপুর থানায় বসেছে কন্ট্রোল রুম।
#ডায়মন্ডহারবার: অপরাধের কিনারা করতে সিসিটিভিতে জোর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবারে বসানো হল ৮০০টি সিসিটিভি ক্যামেরা। বিষ্ণুপুর থানায় বসেছে কন্ট্রোল রুম। নতুন ব্যবস্থার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুবিধা হবে বলে দাবি পুলিশকর্তাদের।
খুন, লুঠ, দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে জনরোষ। বিভিন্ন ঘটনায় শিরোনামে এসেছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিভিন্ন এলাকা। কলকাতা লাগোয়া এই গুরুত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। অনেক ক্ষেত্রেই অপরাধ করে দুষ্কৃতীরা অন্যত্র গা ঢাকা দিয়েছে। নজরদারি বাড়াতে বসানো হল ৮০০টি সিসিটিভি ক্যামেরা।
মঙ্গলবার নতুন পরিষের উদ্বোধন করেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি বসানোয় দুষ্কৃতীদের নাগাল অনেক সহজেই পাওয়া যাবে বলে দাবি পুলিশের। কোথাও গন্ডগোল হলে তারও দ্রুত মোকাবিলা করা যাবে।
advertisement
advertisement
তবে শুধু সিসিটিভি ক্যামেরা বসানোই নয়। আগামী দিনে নজরদারি বাড়ানোর জন্য আরও চারটি বাইক, তিনটি পেট্রোলিং গাড়িও এই পুলিশ জেলার জন্য বরাদ্দ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2018 7:42 PM IST