গান্ধিজির দার্জিলিং সফরের ১০০ বছর উদযাপন! দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত দীর্ঘ পদযাত্রা
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
যেখানে ফিটনেসের সঙ্গে পরিবেশগত সচেতনতা মিশিয়েছে এবং গান্ধিবাদী মূল্যবোধ যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, সম্মিলিত কর্মকাণ্ড এবং সমাজের সেবার প্রতিধ্বনি দেওয়া হয়েছে।
দার্জিলিং: গত দুই দিন ধরে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) শতাব্দী মার্চের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য এবং সম্প্রদায়ের চেতনার এক অনন্য মিশ্রণ প্রত্যক্ষ করেছে। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (এসিটি), ইনার হুইল ক্লাব, হেডেন হল, ভিকরুন ফাউন্ডেশন, দার্জিলিং হোমস্টে ওনার্স অ্যাসোসিয়েশন এবং মেরো দার্জিলিংয়ের সহযোগিতায় ডিএইচআর আয়োজিত ‘শতাব্দী মার্চ’ গান্ধীজির আদর্শ উদযাপন করে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত একটি পদযাত্রাও করেছে।
হিমালয়ান রানার্স ঘুম থেকে সোনাদা পর্যন্ত আরেকটি অনুপ্রেরণামূলক প্লগিং ড্রাইভের আয়োজন করে এই অভিযান অব্যাহত রেখেছে। যেখানে ফিটনেসের সঙ্গে পরিবেশগত সচেতনতা মিশিয়েছে এবং গান্ধিবাদী মূল্যবোধ যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, সম্মিলিত কর্মকাণ্ড এবং সমাজের সেবার প্রতিধ্বনি দেওয়া হয়েছে।
সোনাদার ডিএইচআর স্টেশন মহোৎসবে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে – ইউনেস্কোর অন্তভুর ঐতিহ্যবাহী স্থান – কেবল একটি পরিবহন সংযোগ হিসেবেই নয় বরং প্রজন্মের পর প্রজন্মকে সংযুক্ত করে এমন একটি ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে আছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গান্ধিজির দার্জিলিং সফরের ১০০ বছর উদযাপন! দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত দীর্ঘ পদযাত্রা