#খড়গপুর: মহেন্দ্র সিং ধোনি থাকতেন পাশেই। রোজ কাজে যাওয়ার আগে মায়ের মন্দির হয়ে যেতেন। ধোনি আজ বিশ্ববিখ্যাত। পুজো এলেই কেমন যেন আবেগে ভেসে যান খড়গপুরের ট্রাফিক এলাকা। অনেকের কাছে আবার এটা ধোনি দুর্গা মন্দির। গোলখুলি মন্দিরে শুরু পুজোর প্রস্তুতি।
এ শহর জানে তাঁর অনেকটাই। খেলা শুরুর আগে টিকিট পরীক্ষকের চাকরি। মহেন্দ্র সিং ধোনির জীবনে অনেকটাই জড়িয়ে খড়গপুর। খড়গপুরের ট্রাফিকে রেলের কোয়ার্টারে থাকতেন ধোনি। রোজ কাজে যাওয়ার আগে মায়ের মন্দিরে যেতেন। ধোনি বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁকে কিন্তু ভোলেনি খড়গপুর। ধোনির পুরোন কোয়ার্টারের পাশেই গোলখুলি মন্দির। এখানে মায়ের পাথরের মূর্তি। এগারো বছর আগে রাজস্থান থেকে আনা হয়। তবে মূর্তির প্রত্যেকটি গয়না সোনার। শুধু এরাজ্য নয়। লাগোয়া বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও অনেকে আসেন পুজোর সময়।
এই পুজোর বিশেষত্ব রয়েছে। এখানে পুজো চারদিন নয়। ন’দিন ধরে হয়। সব দিনই ভোগ দেওয়া হয়।
আদপে দুর্গা মন্দির। কিন্তু এই মন্দির অনেকের আছেই ধোনি দুর্গামন্দির। মাহি যে খড়গপুরের কাছে অনেকটাই ভগবানের মত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2019, Durga Puja Themes 2019, Mahendra Singh